সোমালিয়া ওয়েব নিউজ: দুটি বাসের রেষারেষির জেরে একটি বাসের ধাক্কায় গুরুতর জখম হল এক শিশু। গুরুতর জখম হয় শিশুকে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আরামবাগ- বর্ধমান ৭ নং রাজ্য সড়কের কীর্তিচন্দ্রপুরে। আহত ওই শিশুর নাম অর্জুন হাঁসদা। বয়স প্রায় সাত বছর। জানা গেছে, ওই শিশুটি যখন রাস্তার ধারে দাঁড়িয়েছিল তখন দুটি বাস রেষারেষি করে দ্রুত গতিতে ছুটছিল। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে ধাক্কা মারে। তখন সে ছিটকে পড়ে রাস্তার নর্দমায়। এই ঘটনায় গুরুতর জখম হয় সে। তার একটি পা ভেঙে যায়। এছাড়াও শরীরের অন্যান্য জায়গায় আঘাত লাগে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা ওই বাসচালকের শাস্তির দাবিতে এলাকায় পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহের এদিন ছিল শেষ দিন। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানাতেই এই উপলক্ষে প্রতিদিন নানান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বাস চালকদের সচেতন করা হচ্ছে। তারপরেও দুর্ঘটনায় ক্ষুব্ধ সাধারন মানুষ।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি