সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ শহরের জনসংখ্যা বাড়ার সাথে সাথে বড় গাড়ি ও ছোট গাড়ির সংখ্যাও বাড়ছে। এতে বেশিরভাগ সময়ই আরামবাগ শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত বেড়েই চলছে পথদুর্ঘটনা। বেশ কিছু জায়গায় রাস্তার উপরেই কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত গাড়ি গ্যারেজ করে চলে যায়। কিন্তু আরামবাগের রাস্তার দু’ধারে বড় যানবাহন পার্কিং করা থাকলে পথচলতি মানুষ এবং যানবাহন চলাচলে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয়। এইভাবে রাস্তার ওপর একদিকে চলছে সাধারণ মানুষের গাড়ি আর অন্যদিকে বেনিয়ম ভাবে গাড়ি পার্কিং। এতে জরুরী পরিষেবা, অ্যাম্বুলেন্সের যাতায়াতের সমস্যা হয়। আরামবাগের বেশ কিছু এলাকা যেমন হসপিটাল মোড়, গৌরহাটি মোড় সহ একাধিক এলাকায় যানজট অবস্থায় দেখা যায়।
সেই বেয়াদবি রুখতে আরামবাগ শহরে রাস্তায় পার্কিং অবস্থায় থাকা গাড়িগুলির যথাযথ ব্যবস্থা গ্রহণ করল আরামবাগ ট্রাফিক পুলিশ। সকাল থেকেই এই অভিযান চলে। মূলত যেসব চারচাকা গাড়ি রাস্তার ওপর বেনিয়মভাবে পার্কিং করা আছে তাদের গাড়ির চাকায় কাঁটা লক করে দেয়া হয় এবং ফাইন করা হয়।
স্থানীয় ব্যবসাদাররা বলেন, রাস্তার উপর যেসব শপিংমল, ব্যাংক সেক্টর রয়েছে, সেখানকার কাস্টমারদের জন্য যেন পার্কিংয়ের ব্যবস্থা করা হয় এবং প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। তা নাহলে বিশেষ করে জরুরী পরিষেবায় অনেক সমস্যায় পড়তে হয় বেশিরভাগ সময়ই। পুলিশের এই অভিনব অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি