সোমালিয়া সংবাদ, আরামবাগ: বিধানসভা নির্বাচনের পর ইতিমধ্যেই চার মাস কেটে গেছে। যদিও এই চার মাস সময় এটি খুব একটা বেশি সময় নয়। বিধানসভা নির্বাচনের আগে বেশ বাড়বাড়ন্ত দেখতে পাওয়া গিয়েছিল বিজেপির। নির্বাচনের আগে ক্ষমতার স্বাদ পাওয়া যাবে ভেবে যাঁরা অন্য দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাঁদের বেশির ভাগই পুরানো দলে ফিরে গিয়েছেন। এদিকে বাংলা রাজনীতির চাণক্য মুকুল রায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই জানিয়েছেন, যোগাযোগ শুরু করে দিয়েছেন বিজেপির প্রায় ২৪-২৫ জন বিধায়ক। এই বিষয়টি জনগণের মধ্যে ছড়িয়ে যাওয়ার পর রাজনীতিতে একটি নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে। কৌতূহলে বাদ যাননি আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের নামও। কারণ অনেকের মতে, বিধায়ক হওয়ার পর দলের বেশকিছু অনুষ্ঠান ও কর্মসূচিতে তাঁকে দেখতে পাওয়া যায়নি। ভোট প্রচারে নেমে মানুষের বিশ্বাস অর্জনের জন্য অনেক কিছুই করেছেন তিনি। ঘুঁটে দেওয়া থেকে শুরু। তারপর গরুর দুধ দোওয়া, লাঙ্গল টানা কোন কিছুই বাকি রাখেননি। কিন্ত ভোটে জেতার পর মানুষের পাশে তাঁকে দেখতে পাওয়া যায়নি। রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। কিন্তু বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে আরামবাগ মহকুমার চারটি আসনেই শাসক দলকে জায়গা দেয়নি। বিজেপিকে চ্যালেঞ্জ করে রাজ্যের ক্ষমতা পুনরায় ধরে রাখে তৃণমূল। এরপরেই আরামবাগবাসীর মনে প্রশ্ন জেগে উঠেছে উন্নয়ন নিয়ে। অভিযোগের সুর টেনে আরামবাগের বেশকিছু বাসিন্দার বক্তব্য, প্রয়োজনের সময় বিধায়ককে দেখতে পাওয়া যায় না। আবার অন্য কছু মানুষের বক্তব্য, কোন কাজে বিধায়কের কাছে গেলে কোথায় দেখা পাওয়া যাবে এবং কোন সময়ে তাঁর সাথে যোগাযোগ করা যাবে তা বুঝতেই পারা যাচ্ছে না। বিজেপির একাংশের মুখেও শোনা গিয়েছে, মধুসূদন বাগ যদি এভাবে চলতে থাকেন তাহলে ভবিষ্যতে আরামবাগে পুরোভোটের সময় মানুষ আর বিজেপিকে চাইবে না। যদিও বিধায়ক জানিয়েছেন, তিনি বর্তমানে অসুস্থ। অসুস্থতার কারণেই তিনি হয়তো বেশি বাইরে যাচ্ছেন না। কিন্তু বিধায়ক হিসাবে কাজ করে চলেছেন। এখন দেখার বিষয়, মুকুল রায়ের ২৪-২৫ জনের দল পরিবর্তনের তালিকায় মধুসূদন বাগ আছেন কিনা। নাকি সবাইকে ভুল প্রমাণ করে বিজেপির অন্যতম কাণ্ডারী হিসেবে আরামবাগে তিনি দায়িত্ব পালন করেন। তবে তার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক