October 5, 2025

পাকিস্তানের ঘাড়ের কাছে মহড়া ভারতীয় যুদ্ধবিমানের, প্রতিরক্ষায় ইতিহাস ইন্ডিয়ান এয়ার ফোর্সের

সোমালিয়া ওয়েব নিউজ: আফগানিস্তানের  মসনদ তালিবানের দখলে আসার পরেই উত্তর-পশ্চিম সীমান্তে ভারত কিছুটা চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে পাকিস্তান সরকার তালিবানদের পাশে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে ভারতের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু ভারত যে বসে নেই বৃহস্পতিবার তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এমনিতেই আফগানিস্তান নিয়ে ভারত Wait & See পলিসি নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই নীতিকে সর্বদলীয় বৈঠকে সমর্থন জানিয়েছে দেশের সমস্ত বিরোধী দলগুলিও। তারই মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তান উভয় দেশকেই চাপে রাখতে পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের বারমেরে যুদ্ধ বিমানের জরুরি অবতরণ এর মহড়া হয়ে গেল। এদিন দেশের প্রথম এয়ার স্ট্রিপের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। ৯২৫ নম্বর জাতীয় সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে কোন পরিস্থিতিতে কোন বিমানবন্দর বা হেলিপ্যাড ছাড়াই সড়কের উপরেই জরুরি অবতরণ করতে পারবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা দপ্তরের  চিফ স্টাফ বিপিন রাওয়াত। এদিন যে সমস্ত যুদ্ধ বিমানগুলি জাতীয় সড়কের উপরে নেমে ইতিহাস তৈরি করল সেগুলির মধ্যে ছিল Hercules C-130J বিমান, বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই, জাগুয়ার ইত্যাদি। এমনকি ভারতীয় সেনার পণ্যবাহী বিমান An-32 এবং Mi-17v5 হেলিকপ্টারও অবতরণ করানো হয়। উল্লেখ্য, পূর্ব পরিকল্পিতভাবেই এখানকার তিন কিলোমিটার রাস্তা ভারতীয় বায়ুসেনার বিমান অবতরণের জন্যই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তৈরি করেছিল। এদিন জরুরি অবতরণ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এতদিন এই রাস্তায় গাড়ি দেখা যেত। এখন বিমানও দেখা যাচ্ছে। এটি আন্তর্জাতিক সীমান্তের খুবই কাছে। এখানকার মানুষ ১৯৭১ সালের যুদ্ধ দেখেছে। দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। তাই এলাকার মানুষের মনোবল বাড়ানোর জন্যই এই মহড়া। অন্যদিকে এদিনের এই মহড়ার ফলে পাকিস্তান এবং আফগানিস্তান যে অনেকটাই চাপে থাকবে কোন সন্দেহ নেই। কারণ যেকোন পরিস্থিতি মোকাবিলায় ভারত যে প্রস্তত এদিনের এই কর্মসূচি সেই বার্তাই দিয়ে গেল বলে দেশের কূটনৈতিক মহল মনে করছে।

https://twitter.com/ANI/status/1435854228698849281?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1435854228698849281%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

Loading