সোমালিয়া সংবাদ, খানাকুল: দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছিলেন। লটারি টিকিট কাটতে কাটতে কখন যে নিঃস্ব হতে বসেছিলেন বুঝতেই পারেননি। আবার সেই লটারির টিকিটই তাঁকে কোটিপতি করে তুলল। এমনটাই ঘটেছে খানাকুলের কাছড়া এলাকায়। জানা গেছে, ওই ব্যক্তির নাম শেখ ইনতিয়াজ আলি। বাড়ি ওই এলাকাতেই। পরিবারে মা, স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে। ত্রিপলের ছাউনি ও ইঁটের গাথনি দেওয়া বাড়ি। যদিও সেই বাড়ির অবস্থা একেবারেই বেহাল। যেকোন মুহূর্তে বাড়ি ধসে পড়তে পারে। নিজে এলাকাতেই জরির কাজ করে কোনরকমে সংসার চালান। তাতে যা উপার্জন হয় তা থেকেই কিছু কিছু টাকা দিয়ে নিয়মিত লটারির টিকিট কাটতেন। ছোটখাটো দু-একবার পুরস্কার লাগলেও বড় কোন পুরস্কার কোনদিন পাননি। লটারির নেশায় একেবারে সর্বস্বান্ত হতে বসেছিলেন বলে তিনি নিজেই জানালেন। পরিবারের লোক থেকে বন্ধুবান্ধব সকলেই তাঁকে লটারির টিকিট না কাটার পরামর্শ দিয়েছিলেন। কারণ লটারিতে তাঁর বহু টাকা চলে গিয়েছে। কিভাবে এই নেশা থেকে বেরিয়ে আসবেন ভেবে পাচ্ছিলেন না। শনিবার সকালেও তিনি স্থানীয় পুষ্পাঞ্জলি এন্টারপ্রাইজ থেকে ৩০ টাকা দিয়ে ডিয়ার লটারির টিকিট কাটেন। ফলাফল প্রকাশ হতেই চমকে ওঠেন। দেখেন তাঁর কাটা টিকিটেই প্রথম পুরস্কার এক কোটি টাকা উঠেছে। এই ঘটনায় তিনি অভিভূত। ওই টাকা দিয়ে কি করবেন জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, টাকা হাতে পেলে তারপর ভাববেন। তবে নতুন করে বাঁচার সুযোগ পেয়েছেন বলে তিনি জানালেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি