সোমালিয়া সংবাদ, গোঘাট: লাগাতার কৃষক আন্দোলনের চাপে কৃষি বিল বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই ঘটনাকে কৃষকদের জয় হিসেবে দাবি করে মাঠে মাঠে ঘুরে কৃষকদের সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। শনিবার গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন মাঠে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা পৌঁছান। সেখানে তখন মাঠে ধান কাটছিলেন কৃষকেরা। তাঁদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাঁদেরকে সম্বর্ধিত করেন। পাশাপাশি তাঁদেরকে মিষ্টিমুখ করিয়ে একটি করে নতুন গামছা উপহার দেন। নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা শুভ্র প্রকাশ লাহা, কৃষ্ণেন্দু লাহা, দেবাশিস ব্যানার্জি প্রমূখ। তাঁরা বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী বিল তৈরি করেছিল। তার ফলে দেশজুড়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়ে যেত। তাই কৃষকদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দল কৃষি বিরোধী কৃষি বিলের বিরোধিতা করে আসছিল। আর সেই বিরোধিতায় সামিল হয়েছিল এ রাজ্যের তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে প্রতিনিধি পাঠিয়ে এর তীব্র বিরোধিতা করেছিলেন। স্বাভাবিকভাবেই কৃষকদের এই জয়ের শরিক তৃণমূল কংগ্রেসও। তাই আমরা মাঠে ঘুরে ঘুরে কৃষকদের সংবর্ধনা জানাচ্ছি। এদিন সম্বর্ধনা পেয়ে ভীষণ খুশি মাঠে কাজ করা কৃষকরা। বিশ্বরূপ দাস নামে এক কৃষক বলেন, এই বিল কার্যকর হলে ফসল কেনাবেচায় আমাদের স্বাধীনতা থাকতো না। এখন বিল বাতিল করে দেওয়ায় আমরা আমাদের নিজেদের মতো করে চাষ করা জিনিস কেনা বেচা করতে পারব।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি