October 6, 2025

তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের ফ্লেক্স ও দলীয় পতাকা ছিড়লো দুষ্কৃতীরা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান দেওয়া ফ্লেক্স এবং দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে তৃনমূলের কর্মী-সমর্থকরা আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন রেলস্টেশন এলাকায় ওই ফ্লেক্স ও দলীয় পতাকা ছেঁড়া অবস্থায় দেখতে পান। এই ঘটনায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তাঁরা বিষয়টি জানান  দলীয় নেতৃত্বকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী ও দলের অন্যান্য নেতাকর্মীরা। তাঁরা গিয়ে দেখেন রেল স্টেশন চত্বর এলাকায় থাকা সমস্ত ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূলের দলীয় পতাকাগুলি রাস্তায় ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই পুর প্রশাসক স্বপন নন্দী বিষয়টি আরামবাগ থানাকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। তারা বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এ বিষয়ে আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী বলেন, গত দশ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য নানান উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে। সেই সমস্ত প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই আরামবাগ পুরসভার পক্ষ থেকে ওই সমস্ত ফ্লেক্স লাগানো হয়েছিল। এছাড়াও আরামবাগ স্টেশন চত্বরে তৃণমূলের বেশকিছু দলীয় পতাকা ছিল। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তা সমস্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তাতে তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ফ্লেক্স বা দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়ে তাঁর সেই উজ্জ্বল কৃতিত্বকে কেউ কখনও মুছে দিতে পারবে না। তাছাড়া তিনি যেভাবে কাজ করছেন আগামী দিনে শুধু বাংলার নয়, সারা ভারতে তিনি সেই কাজকে ছড়িয়ে দিতে সক্ষম হবেন। পাশাপাশি তিনি এও বলেন, আমরা পুলিশকে জানিয়েছি যারা এই সমস্ত দুষ্কর্ম করেছে তাদেরকে খুঁজে বের করে অবিলম্বে  তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে।

Loading