সোমালিয়া সংবাদ, আরামবাগ: স্বাস্থ্যসাথী কার্ডে চার বছরের শিশুর ব্রেন টিউমার অস্ত্রোপচার হবে ভেলোরে। সোমবার রাতের ট্রেনে অসুস্থ ছেলেকে নিয়ে ভেলোরে পাড়ি দিলেন আরামবাগ ব্লকের গৌরহাটি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরহাটি বাজার এলাকার বাসিন্দা পাপন ভট্টাচার্য ও ঈশানী ভট্টাচার্য। প্রশাসনের তৎপরতায় সোমবারই তাঁদের চার বছরের ছেলে ঈশানের দ্রুত স্বাস্থ্যসাথী কার্ডে নাম সংযুক্ত করার ব্যবস্থা করে দেওয়া হয়। জানা গেছে, ঈশান জন্মের পর থেকে এখনও কথা বলতে পারে না। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁরা জানান মাথায় টিউমার থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। হঠাৎই সেই টিউমার বড় হয়ে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয়। স্থানীয়ভাবে চিকিৎসার পর তাঁরা যোগাযোগ করেন ভেলোরে সিএমসি হাসপাতালে। সেখান থেকে তাঁদের জানানো হয় অস্ত্রোপচারের জন্য প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা কিভাবে জোগাড় করা সম্ভব তা ভেবেই তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। কারণ ওই শিশুর বাবা পাপনবাবু একজন সার্ভেয়ারের অধীনে কাজ করেন। এরপর বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে কিছু টাকা যোগাড় করেছিলেন। তারপরেও এতো টাকা খরচ করে অস্ত্রপ্রচার তাঁদের কাছে স্বপ্নই মনে হচ্ছিল। তখনই বিষয়টি জানতে পারেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি। এরপর তিনি ওই পরিবারের কাছে ছুটে যান। তিনি জানান, ভেলোরের ওই হাসপাতালে এ রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রপ্রচার সম্ভব। কিন্তু সমস্যা দেখা দেয় পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে ছোট্ট ঈশানের নাম না থাকায়। এরপর দীপকবাবুই তড়িঘড়ি আরামবাগ মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলে সোমবার পরিবারের কার্ডেই ওই শিশুর নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করে দেন। তারপর রাতের ট্রেনে তাঁরা ভেলোরের উদ্দেশ্যে রওনা দেন। এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য পরিষেবা দ্রুত সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন। ভেলোরে এই কার্ডে বহু মানুষ চিকিৎসা করিয়েছেন। এই শিশুটির যাতে ওখানে অস্ত্রোপচার হয় তার জন্য দ্রুত কার্ডে নাম তোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন প্রার্থনা শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। অন্যদিকে শিশুর মা ঈশানী ভট্টাচার্য বলেন, ছেলের অস্ত্রোপচারের জন্য দশ-বারো লক্ষ টাকার প্রয়োজন ছিল। দীপকবাবু স্বাস্থ্যসাথী কার্ডে নাম তোলার মাধ্যমে সব ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য দীপকবাবু ও রাজ্যের মুখ্যমন্ত্রী মম
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক