সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগের সভা করতে আসছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকতে পারেন রাজ্য স্তরের বড় মাপের বেশ কয়েকজন নেতা-নেত্রী। আর সেই খবরেই উজ্জীবিত বিজেপি শিবির। পাশাপাশি তৃণমূলের মধ্যে ভাঙনের আশঙ্কা বাড়তে শুরু করেছে। সূত্রের খবর, বেশ কয়েকজন ব্লক স্তরের নেতা-নেত্রী ওই সভাতে বিজেপিতে যোগদান করবেন। ফলে আরামবাগ মহকুমা তৃণমূল কংগ্রেসের মধ্যে আবার ফাটল দেখা দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে তৃণমূলের দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খবর নেহাতই রটনা। দু’একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বিজেপিতে গেলে যেতেও পারে। কিন্তু যারা তৃণমূলের মূল সংগঠক তাদের কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন না। বিজেপির যে কোন নেতা সভা করতে এলেই এ ধরনের কথা রটেছে দেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে এগুলি ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয়। সদ্য আরামবাগে দিলীপ ঘোষের সভা তারই প্রমাণ। তখনও একইভাবে বিজেপি তৃণমূল ভাঙার দাবি করেছিল। কিন্তু বাস্তবে দু’একজন চুনোপুঁটি ছাড়া কেউই বিজেপির পথে পা বাড়ায়নি।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য