সোমালিয়া সংবাদ, খানাকুল: স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় গ্রামবাসীরা অভিযুক্তকে বেধড়ক মারধর করে পরে পুলিশের হাতে তুলে দিল। জানা গেছে, অভিযুক্ত বর্তমানে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে খানাকুল দু’নম্বর ব্লকের হানুয়া গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম সুনীল রাউত। তার সঙ্গে ১০ বছর আগে খানাকুলেরই মাড়োখানা গ্রামের টুসি মাইতির বিয়ে হয়েছিল। তাদের ৯ বছর ও ৪ বছরের দুটি সন্তান আছে। সুনীল জুয়েলারি কাজ করতো। স্থানীয় বাসিন্দারা জানান, এটি সুনীলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর সে টুসিকে বিয়ে করেছিল। টুসির দাদা সঞ্জয় মাইতির অভিযোগ, সম্প্রতি সুনীল বাইরে আরও এক মহিলাকে লুকিয়ে বিয়ে করেছে। বাড়ির লোকের সঙ্গে ফোনে সুনীলের কথোপকথনের সময় সেকথা জানতে পারে টুসি। ফোনেতে সুনীলের সঙ্গে টুসির তীব্র ঝগড়া হয়। সোমবার বাড়িতে একাই ফিরে আসে সুনীল। এরপর সেই ঝগড়া আরও বাড়তে থাকে। টুসি সুনীলকে জানিয়ে দেয়, ওই মহিলাকে ছেড়ে দিতে হবে। তখন নাকি সুনীল জানিয়েছিল, তাকে ছাড়া যাবে না। প্রয়োজনে টুসির সঙ্গে সম্পর্ক রাখবে না। তখন সুনীলের সমস্ত সম্পত্তি টুসি তার ছেলেমেয়েদের নামে লিখে দিতে বলে। এই নিয়ে নতুন করে গন্ডগোল সৃষ্টি হয়েছিল কয়েকদিন ধরে। দাদা সঞ্জয়ের দাবি, আর তারই জেরে শনিবার গভীর রাতে টুসিকে শ্বাসরোধ করে খুন করে । আর এই খবর জানতে পেরেই এলাকার মানুষ অভিযুক্ত সুনীলকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে। পাশাপাশি মৃত ওই গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য