চাকরি থেকে অবসরপ্রাপ্ত বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য কোন্নগরে সোমালিয়া সংবাদ, কোন্নগর: বৃদ্ধ দম্পতির আত্মহত্মার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির কোন্নগর এ সি চ্যাটার্জী স্ট্রীটে। মৃতরা হলেন দীপক সরকার (৭২) ও তার স্ত্রী ভবানী সরকার (৭০)। রবিবার সকালে উত্তরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, দীপক সরকার ও ভবানী সরকার দুজনেই অবসরপ্রাপ্ত সরকারী কর্মি ছিলেন। তাঁদের এক ছেলে দিব্যেন্দু উচ্চশিক্ষিত। চাকরী না পাওয়া ট্যুর এন্ড ট্রাভেলসের ব্যবসা করতেন। লকডাউনে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপর রান্না করা খাবার বাড়িতে পৌঁছে দিতে হোম সর্ভিসের কাজ শুরু করেন দিব্যেন্দু। বছর দেড়েক আগে বিয়ে করেন। কিন্তু স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় তাঁর স্ত্রী চলে যান। তাঁর ব্যবসা ভাল না চলায় স্ত্রীর সঙ্গে অশান্তি হত বলে পুলিশকে জানিয়েছেন দিব্যেন্দু। ছেলের হোম সার্ভিসের ব্যবসা পছন্দ ছিল না তার মা বাবারও। ছেলের চিন্তা থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। সেই কারনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য