সোমালিয়া সংবাদ, গোঘাট: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময়ই চান সাধারণ মানুষের দুয়ারে বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতে। আর তারই ফলস্বরূপ এবার গোঘাটের দুটি ব্লকে সাতটি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হল। তারমধ্যে ছটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল বুধবার। এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে গোঘাট-১ নম্বর ব্লকে রয়েছে পাঁচটি। সেগুলি হল গোঘাট গ্রাম পঞ্চায়েতের ভাবাদিঘি, ভাদুর গ্রাম পঞ্চায়েতের মেথুল, বালি গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এবং কুমুড়সা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর ও খড়দা-কানপুর। এদিন গোঘাটের ভাবাদিঘি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করে গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল জানান, গ্রামের মানুষ যাতে বাড়ির কাছাকাছি এলাকাতেই স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে সাধারণ মানুষকে আর কষ্ট করে বহুদূর পথ অতিক্রম করে চিকিৎসার জন্য ছুটে যেতে হবে না। এদিন ভাবাদিঘি স্বাস্থ্যকেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট বি এম ও এইচ ডাঃ সব্যসাচী রায়, গ্রাম পঞ্চায়েত প্রধান মনীষা সেন সহ অন্যান্য নার্স, আশাকর্মী এবং গ্রামের মানুষজন। অন্যদিকে গোঘাট দু’নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের দশঘড়াতে এদিন আরও একটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মন্ডল। তপনবাবু জানান, আপাতত স্কুলের বিল্ডিংয়ে অস্থায়ীভাবে এই উপস্বাস্থ্যকেন্দ্র পথ চলা শুরু করল। যত তাড়াতাড়ি সম্ভব যাতে স্থায়ী ভবন তৈরি করা যায় তার উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে, বৃহস্পতিবার গোঘাট দু’নম্বর ব্লকের সামন্তখণ্ডে আরও একটি উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি