সোমালিয়া সংবাদ,খানাকুল: অভিনব উদ্যোগ স্কুলের। স্কুলের মধ্যেই ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন। এর ফলে ছাত্রছাত্রীদের পাশাপাশি খুশি অভিভাবক-অভিভাবিকারাও। ঘটনাটি খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি জানান, প্রতি মাসের শেষের দিকে একটি দিনে ওই মাসে যে সমস্ত ছাত্র-ছাত্রীর জন্মদিন থাকে তাদের সকলের জন্মদিন একসঙ্গে পালন করা হয়। এর ফলে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে একটু আনন্দ করার সুযোগ মেলে। ওরাও একঘেঁয়েমি থেকে মুক্তি পায়। এদিন স্কুলের মধ্যে সেই চিত্রই উঠে এল। জন্মদিন পালন উপলক্ষে স্কুলকে রংবেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আনা হয়েছিল একটি সুদৃশ্য কেক। এছাড়াও চকলেট-মিষ্টি সব কিছুরই ব্যবস্থা ছিল। টেবিলের উপরে রেখে ‘হ্যাপি বার্থডে’ উচ্চারণের মাধ্যমে কেক কেটে জন্মদিন পালন করল ছোট ছোট পড়ুয়ারা। ছিলেন প্রধান শিক্ষকসহ স্কুলের অন্যান্য শিক্ষক এবং অভিভাবকরাও। এছাড়াও প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হল। প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জী জানান, এই গাছগুলি ছাত্র-ছাত্রীরা নিজেদের বাড়িতে বা বাড়ির কাছাকাছি এলাকায় নিজেদের নামে লাগাবে। তার ফলে নিজেদের আন্তরিক যত্ন করার ইচ্ছাও থাকবে। দেবাশিসবাবু আরও জানান, আগে প্রতিমাসে এই জন্মদিন পালন হতো। কিন্তু করোনার পর দীর্ঘ দু’বছর তা বন্ধ ছিল। এবার আবার শুরু হল। তবে আর্থিক সমস্যার কারণে সবসময় এইদিন ভাল খাওয়া দাওয়ার আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না। তবুও স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সাহায্যে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ কিছুর আয়োজন করা হয়। অন্যদিকে স্কুলের খুদে পড়ুয়ারা বলে, সারা মাস পড়াশোনার শেষে এরকম একটা দিন আনন্দ করতে খুবই ভাল লাগে। আমরা সকলে মিলে দিনটিকে খুব উপভোগ করি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি