সোমালিয়া সংবাদ, খানাকুল: পঞ্চায়েত প্রধান ও স্কুলের শিক্ষকদের উদ্যোগে পরীক্ষার আগের দিন এ্যাডমিট কার্ড হাতে পেল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার তার বাড়িতে গিয়ে এ্যাডমিট কার্ড হাতে তুলে দিলেন খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলি। পরীক্ষায় বসতে পারবে জেনে এই ঘটনায় অত্যন্ত খুশি ওই ছাত্রী। ওই ছাত্রীর নাম সামিমা জাসমিন। সে খানাকুলের ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। জানা গেছে, কোন কারনে ওই ছাত্রী পরীক্ষার জন্য নির্দিষ্ট ফরম ফিলাপ করে স্কুলে জমা দেয়নি। কিন্তু বুধবার সে জানতে পারে পরীক্ষায় বসার জন্য তার এ্যাডমিট কার্ড স্কুলে এসে পৌঁছায়নি। অন্য ছাত্র-ছাত্রীরা এ্যাডমিট কার্ড হাতে পেয়ে পরীক্ষায় বসার জন্য খুশি মনে বাড়ি ফিরে যায়। আর তা দেখে হতাশায় ভেঙে পড়ে সামিমা। এরপর সে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলির কাছে ছুটে যায়। সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলি স্কুলের শিক্ষকদের সঙ্গে নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বর্ধমান রিজিওনাল অফিসে যোগাযোগ করেন। পরে সেখান থেকে চলে যান সল্টলেক বিদ্যাসাগর ভবনে। পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলি জানান, শুক্রবারের মধ্যেই এ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে বলে বিদ্যাসাগর ভবন থেকে তাঁদেরকে আশ্বস্ত করা হয়। সেখানে গিয়ে এ্যাডমিট কার্ড সংগ্রহ করার কথাও বলা হয়। এরপরই পঞ্চায়েত প্রধান শুক্রবার নিজস্ব প্রতিনিধি পাঠিয়ে সামিমার এ্যাডমিট কার্ড নিয়ে আসার ব্যবস্থা করেন। দুপুরের দিকে সামিমার বাড়িতে গিয়ে পঞ্চায়েত প্রধান তার হাতে এ্যাডমিট কার্ড তুলে দেন। এ্যাডমিট কার্ড হাতে পেয়ে সামিমা বলে, শেষ মুহূর্তে স্কুলের শিক্ষক ও পঞ্চায়েত প্রধানের উদ্যোগে এ্যাডমিট কার্ড হাতে পেয়েছি। পরীক্ষায় বসতে পারব বলে খুব ভাল লাগছে। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলি বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক প্রশাসনের জন্যই এত দ্রুত ওই ছাত্রীর এ্যাডমিট কার্ডের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। ও পরীক্ষায় বসতে পারছে জেনে আমরা ভীষণ খুশি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি