October 6, 2025

আরামবাগ এসডিপিও-র ফেসবুক পেজে অভিযোগ, মোবাইল ফোন ফেরত পেলেন ১৬ জন

সোমালিয়া সংবাদ, আরামবাগ: শুক্রবার ১৬ জনের হাতে তাঁদের চুরি যাওয়া বা হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল। আরামবাগ এসডিপিও অফিসে ওই মোবাইলগুলি তাঁদের মালিকদের হাতে তুলে দেওয়া হল।  জানা গেছে,  তাঁরা স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজেও অভিযোগ জানিয়েছিলেন।  উল্লেখ্য, ফেসবুকে ‘এসডিপিও আরামবাগ’ নামে একটি পেজ রয়েছে। এই পেজ নিজেই চালান অভিষেকবাবু। বেশ কিছুদিন ধরেই তা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে কেউ অভিযোগ জানালে দ্রুত তার কিনারা করা হচ্ছে। তাই এখন বাইক বা মোবাইল ফোন চুরি গেলেই এসডিপিও-র ওই ফেসবুক পেজে তাঁরা অভিযোগ জানাচ্ছেন। জানা গেছে, ওই অভিযোগ পাওয়ার পরেই আরামবাগ এসডিপিও-র নেতৃত্বে সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা এবং ক্রাইম ব্রাঞ্চ একসঙ্গে তদন্ত ও তল্লাশি শুরু করছে। তার ফলেই খোয়া যাওয়া জিনিস দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে। স্বাভাবিকভাবেই এদিনও মোবাইল ফোন ফিরে পেয়ে আরামবাগ এসডিপিও ও সংশ্লিষ্ট থানাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন  মোবাইলের মালিকরা। মোবাইল ফোন ফিরে পাওয়ার পর মৃন্ময় ঘোষ নামে এক যুবক বলেন, গোঘাটের বাস দুর্ঘটনায় আমি মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছিলাম।। বাসটি উল্টে যাওয়ায় আমি গুরুতর জখম হই। কিন্তু মোবাইল ফোনটি আর পাইনি। পরে সুস্থ হয়ে থানার পাশাপাশি এসডিপিওর ফেসবুক পেজে অভিযোগ জানিয়েছিলাম। এদিন সেই মোবাইল ফোন ফিরে পেলাম। আমি ভীষণ খুশি। অন্যদিকে গোঘাটের কামারপুকুরের শিক্ষিকা নার্গিস খাতুন বলেন, বাইকে করে স্কুলে যাওয়ার পথে মোবাইল ফোনটি পড়ে গিয়েছিল। এরপর গোঘাট থানার পাশাপাশি এসডিপিওর কাছেও অভিযোগে জানিয়েছলাম। আমি সত্যিই ফোনটি ফেরত পাব ভাবিনি। এদিন তাই ফোনটি পেয়ে ভীষণ ভাল লাগছে। অন্যদিকে এ বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ  বাড়ানোই এই পেজের মুখ্য উদ্দেশ্য। অভিযোগ পেলেই আমরা খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখি। এ ক্ষেত্রেও তাই হয়েছে। কোথায় কিভাবে অভিযোগ জানালেন সেটা বড় কথা নয়, আমরা জানতে পারলেই সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। গত এক মাসে আরামবাগ থেকে চারজন এবং খানাকুল থেকে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

Loading