October 5, 2025

করোনার প্রকোপ কমছে, ২৪ ঘণ্টায় সারা ভারতে করোনায় মৃত্যু এক

সোমালিয়া ওয়েব নিউজ: সারা বিশ্ব জুড়েই করোনার দাপট ক্রমশ কমছে।সেই মতো ভারতেও করোনার প্রকোপ অনেকটাই কম।কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা ভারতে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। দু’বছর আগে ২০২০ সালের ২৪ মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে একুশ দিনের জন্য প্রথম দফার লকডাউন ঘোষণা করেন। ২৪ মার্চ মৃতের সংখ্যা ছিল এক। তার পর আর এ রকম ঘটনা দেখা যায়নি। ২০২০ সালের পর দু’বছর বাদ‌ে এই প্রথম মৃতের সংখ্যা এসে দাঁড়াল একে।চিকিৎসকদের পরামর্শ, এই পরিস্থিতি বজায় রাখতে হলে সকল ভারতবাসীকে আরও সতর্ক হতে হবে।সরকার স্বাস্থ্য বিধি মানতেই হবে।তা না হলে আবারও ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে।মহামারী আইনের শিথিলতা হলেও মাক্স, স্যানিটাইজার ব্যবহার ও সতর্কতা মুলক ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১,০০৭ এবং গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১৮৮। সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ২২ লক্ষ ৭৬ হাজার ৩০৪ টিকাকরণ হয়েছে আর মহারাষ্ট্রে এক জন ব্যক্তি মারা গিয়েছেন। সবমিলিয়ে করোনার প্রকোপ থেকে অনেকটাই মুক্ত ভারতবাসী।

Loading