October 5, 2025

মহাকাশে দেখা মিলল অতিকায় দৈত্যাকার জন্তুর, হতবাক বৈজ্ঞানিকরা, চলছে গবেষণা

,

সোমালিয়া ওয়েব নিউজ: হঠাৎ করেই বৈজ্ঞানিকদের গবেষনায় ধরা পড়লো মহাকাশে অতিকায় দৈত্যাকার জন্তুর। নাসার গবেষকেরা হতবাক।এমন জিনিস তো আগে দেখা যায়নি। আপনারা ভাবছেন হয়তো, এটা হতে পারে নাকি।হ্যাঁ, সত্যি ঘটনা।সেই রকমই দাবি করছেন নাসার গবেষকেরা। তাদের দাবী মহাকাশে
সি/২০১৪ ইউএন২৭১ নামে একটি বৃহৎ আকারের ধুমকেতুর দেখা মিলেছে। এই ধূমকেতুটি বেহেমথ নামে পরিচিত। যার অর্থ অতিকায় দৈত্যাকার জন্তু। আর এই ধুমকেতু নিয়ে শুরু হয়েছে গবেষণা।
নাসা সুত্রে জানা গিয়েছে, মহাকাশে বৃহত্তম ধূমকেতুর মূল অংশটির ব্যাস প্রায় ১৩০ কিলোমিটার।নাম বেহেমথ। নাসা এর খোঁজ পেয়েছিল ২০১০ সালেই। তবে চেহারার হদিশ পেতে লেগে গেল আরও ১২ বছর। নাসা বেশ স্পষ্ট করেই জানিয়েছে, এ যাবৎ যত ধূমকেতু দেখেছেন মহাকাশ বিজ্ঞানীরা, তার মধ্যে এটি নিঃসন্দেহে সবচেয়ে বড়। সাধারণ ভাবে এতদিন যে সব ধূমকেতু দেখা গিয়েছে, বেহেমথের নিউক্লিয়াস তার থেকে আকারে অন্তত ৫০ গুণ বেশি বড়। এর ভর প্রায় ৫০০ লক্ষ কোটি টন এবং সৌরজগতের প্রান্তিক এলাকা থেকে পৃথিবীর দিকে ঘণ্টায় ৩৫ হাজার কিমি গতিবেগে ছুটে আসছে বেহেমথ। নাসার হিসেব অনুযায়ী ২০৩১ সালে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে বেহেমথ। সবমিলিয়ে এই ধুমকেতুর সন্ধান পাওয়ার পর থেকেই বৈজ্ঞানিক মহলে শুরু হয়েছে ব্যাপক গবেষণা।

Loading