October 6, 2025

বন্ধুর পার্টিতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চার

সোমালিয়া, সংবাদ, হুগলি: বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে তরল পানীয়র সাথে মাদক খাইয়ে ধর্ষণ এবং সেই ভিডিও ভাইরালের অভিযোগ উঠল বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজন যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার কোন্নগরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,
এক উচ্চমাধ্যমিক ছাত্রীকে তার বন্ধুরা জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে।অভিযোগ তারপর তরল পানীয়র সাথে নাকি মাদক খাইয়ে বেহুশ করে ধর্ষণ করে।পাশাপাশি সেই ঘটনার ভিডিও তুলে ছড়িয়ে দেওয়া হয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়েই চারজনকে গ্রেফতার করে। যদিও এখনও নাকি একজন পলাতক আছে।
স্থানীয়দের দাবী, শিবরাত্রির দিন ঘটনাটি ঘটে। গত মঙ্গলবার মেয়েটি স্থানীয় একটি মুদির দোকানে গেলে দোকানদার মেয়েটিকে ভিডিওটি দেখিয়ে ব্ল্যাক মেল করে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। মেয়েটি ভিডিওটি দেখার পর এবং দোকানদারের কু প্রস্তাবের ঘটনা বাড়িতে এসে পরিবারকে জানালে মেয়েটির পরিবার বুধবার রাতেই উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ অভিযোগ পেয়েই ব্যবস্থা গ্রহণ করে।এদিন এই বিষয়ে অল ইন্ডিয়া ডিএসও নামে একটি সংগঠন শ্রীরামপুর মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখায়। এই সংগঠনের নেতা সুকদেব বিশ্বাস বলেন, বেশ কয়েকদিন আগে কোন্নগরের দ্বাদশী শ্রেনীর ছাত্রীকে মাদক দ্রব্য মিশিয়ে ধর্ষণ করা হয়েছে। এর প্রতিবাদ জানাচ্ছি। এই নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। অন্যদিকে ওই ছাত্রীর আত্মীয় বলেন, বন্ধুর পার্টিতে গিয়ে এই ঘটনা ঘটেছে। মেয়েটি বেহুঁশ হয়েছিল। কিছু জানতে পারেনি। ওরা ভিডিও করে রেখেছিল। থানায় অভিযোগ করা হয়েছে। মুদির দোকানদার ব্ল্যাকমেল করেছিল। তাকেও পুলিশ খুঁজছে। এদিন অভিযুক্ত ও নির্যাতিত মহিলাকে শ্রীরামপুর আদালতে তোলে পুলিশ। সবমিলিয়ে এই ঘটনার সরজমিনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading