October 6, 2025

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সন হলেন ব্রাত্য বসু, খুশির জোয়ার অনুরাগীদের

সোমালিয়া, সংবাদ , কলকাতা : সদ্য প্রয়াত শাঁওলী মিত্রের জায়গায় এই পদে আনা হলো ব্রাত্য বসুকে। নিয়মমতো রাজ্যের সিদ্ধান্তে অনুযায়ী রাজ্যপাল জগদীপ ধনখড় এই নিয়োগে সিলমোহর দেন। তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাধারণ পরিষদে সামিল করা হলো আরও অনেক বিশিষ্ট জনকে। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। আকাদেমির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত এব‌ং অর্পিতা ঘোষও।বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের একটি অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়। প্রসঙ্গগত উল্লেখ্য ১৯৯৪ সালে এটি একটি স্বশাসিত সংস্থার মর্যাদা পায়। সবমিলিয়ে বাত্য বসুর মতো গুনি মানুষ এই দায়িত্ব গ্রহন করায় খুশি বুদ্ধিজীবি মহলের একাংশ।

Loading