October 5, 2025

জেলবন্দি নেতাকর্মীর পরিবারের পাশে তৃণমূল নেতাকর্মীরা

সোমালিয়া সংবাদ, খানাকুল: খানাকুলে দলের জেলবন্দি নেতাকর্মীদের  অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতাকর্মীরা। রবিবার তাঁরা খানাকুলের সাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েতের হরিশচকে ওই অসহায় পরিবারগুলিতে গিয়ে তাঁদের নিত্যপ্রয়োজনীয়  সামগ্রী ও অন্যান্য জিনিস পৌঁছে দিলেন। নেতৃত্বে ছিলেন খানাকুলের তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সি নজবুল করিম। এছাড়াও ছিলেন খানাকুল দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি অসীম সানকি, ব্লক যুব তৃণমূল সভাপতি নূরনবি মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি দুখিরাম দোলুই ছাড়াও অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি এবং মশলা এমনকি মুরগি ও ডিম তাঁরা জেলবন্দি  নেতাকর্মীদের পরিবারে পৌঁছে দেন। এ বিষয়ে তৃণমূল নেতা মুন্সি নজবুল করিম বলেন, ২০২০ সালের ১৫ই আগস্ট বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খানাকুলের দৌলতচকে খুন হয়েছিলেন বিজেপি কর্মী সুদর্শন প্রামানিক। এই ঘটনায় অন্যায়ভাবে খানাকুলের বিভিন্ন প্রান্তের ১৮ জন তৃণমূল নেতা-কর্মীর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল।  বিভিন্ন সময়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে অভিযোগপত্রে চারজনের নাম পর্যন্ত ছিল না। বর্তমানে তাঁদের কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু এখনও  প্রাক্তন পঞ্চায়েত প্রধান অমিয় কোলে, আলি হোসেন, শ্রীমন্ত সিং, অলোক বর মনসা বর, আমির হোসেন সহ ৯ জন নেতাকর্মী জেল হেপাজতে আছেন। এর ফলে তাঁদের পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যুবনেতা তথা সাংসদ অভিষেক ব্যানার্জির আদর্শ অনুযায়ী আমরা ওই সমস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও এসমস্ত পরিবারের পাশে থাকব।  যেভাবে যখন যা প্রয়োজন হবে ওনাদেরকে জানাতে বলেছি। দল সবসময় তাদের পাশে থাকবে। এ বিষয়ে এই সমস্ত অসহায় পরিবারগুলির সদস্যরা বলেন, ঘটনার পর থেকেই নজবুলদা সহ দলের নেতাকর্মীরা আমাদের পাশে রয়েছেন। তাই আমাদের কোন রকমে সংসার চলছে, মনে জোর পাচ্ছি।

Loading