October 5, 2025

দলের জন্য মানসের লাগাতার লড়াই সহ্য হচ্ছে না লুটেপুটে খাওয়া সুবিধাভোগী নেতাকর্মীদের, প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের পাশেই গোঘাটবাসী

সোমালিয়া সংবাদ, গোঘাট: দলীয় সভাতেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে হেনস্থা করার ঘটনা নিয়ে তোলপাড় গোঘাটের রাজনীতি। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। দলের বেশিরভাগ নেতাকর্মীরাই প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের পাশে দাঁড়িয়ে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। কিন্তু কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে দলের মধ্যেই চলছে চুলচেরা বিশ্লেষণ। বেশিরভাগ নেতাকর্মীর বক্তব্য, ২০২১-এর নির্বাচনে সারা রাজ্যজুড়ে যখন তৃণমূলের সবুজ ঝড় চলেছে তখন গোঘাটের শক্ত ঘাঁটিতে মানসের পরাজয় দলের অন্তর্ঘাত ছাড়া আর কিছু নয়। কারণ বিজেপির সংগঠন গোঘাটে এত বেশি শক্তিশালী নয় যে তৃণমূলকে হারিয়ে তারা বিধানসভার আসন দখল করতে পারত। বিভিন্ন সময়ে অডিও ভাইরাল হওয়ার ঘটনা সে কথাই প্রমাণ করেছে। দলের একটা অংশ চেয়েছিল যেভাবেই হোক দলের বিধায়ক মানস মজুমদারকে হারাতে হবে। তাহলেই তিনি গোঘাট থেকে তল্পিতল্পা গুটিয়ে দেশের বাড়িতে চলে যাবেন। আর তাদের মতো সুবিধাবাদী নেতাকর্মীদের লুটেপুটে খাওয়ার সুবিধা হবে। কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানস মজুমদার লড়াই থেকে সরে যাওয়ার মানুষ নন।

সুবিধাবাদী ওই নেতাকর্মীরা তা উপলব্ধি  করতে পারেননি। তাই পরাজয়ের পরেও মানসবাবু যেভাবে গোঘাটের বুকে দলের একের পর এক কর্মসূচিতে হাজির থাকছেন এবং দলকে নেতৃত্ব দিয়ে চাঙ্গা করছেন তারা তা ভাবতেই পারেননি। গোঘাট যেন মানসবাবুর দ্বিতীয় ঘর। দিনরাত এক করে তিনি গোঘাটে পড়ে থেকে সব সময় দলীয় কর্মী সমর্থকদের পাশে থেকেছেন। যেকোন বিপদে আপদে সাধারণ মানুষের পাশে ছুটে গেছেন। বন্যা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সবসময় গোঘাটের মানুষ মানস মজুমদারকে পাশে পেয়েছেন। আর এর ফলে স্বার্থন্বেষী সুযোগসন্ধানী তৃণমূল নেতারা খুবই অসুবিধায় পড়ে গেছেন। তাদের পক্ষে লুটেপুটে খাওয়াটা সম্ভব হচ্ছিল না। আর তাই বারেবারে তাদের রাগ গিয়ে পড়েছে প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের ওপর। এবারের হেনস্থার ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন দলের বেশিরভাগ অংশ। তবে এই ঘটনার পর নেতা-কর্মী-সমর্থকদের প্রায় সকলেই মানসবাবুর  পাশে দাঁড়িয়েছেন। ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন  কারণ সকলেই জানেন, গোঘাটে বাড়ি না হয়েও গোঘাটকে তিনি যেভাবে দ্বিতীয় বাড়ি হিসেবে তৈরি করে গোঘাটের মানুষের পাশে দাঁড়িয়েছেন এরকম দ্বিতীয় উদাহরণটি পাওয়া খুবই কঠিন। তাই আগামী দিনে তাঁরা সবাই প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের নেতৃত্বেই গোঘাটে তৃণমূলকে আরও শক্তিশালী করতে গোঘাট বিধানসভা পুনরুদ্ধার করতে চান। এখন দেখার দলের পক্ষ থেকে সেদিনের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

Loading