সোমালিয়া সংবাদ, পশ্চিম মেদিনীপুর: জঙ্গল থেকে হরিণ লোকালয়ে চলে আসায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। ঘটনাটি ঘটছে পশ্চিম মেদিনীপুরের শালবনি জঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ভাদুতলা রেঞ্জের ১০ নম্বর কর্ণগড় অঞ্চলের কর্ণগড় গ্রামে হঠাৎই একটি পুরুষ হরিণ লোকালয়ে চলে আসে। স্থানীয় মানুষেরা হরিণটিকে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলে এবং হরিণটিকে বেঁধে রাখে। তারপর খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে ভাদুতলা রেঞ্জের বনদপ্তরের কর্মীরা এসে হরিণটিকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গেছে, পূর্ণবয়স্ক এই পুরুষ হরিণটি অসুস্থ হয়ে পড়েছিল। হরিণটির চিকিৎসা করে ঝাড়গ্রামে ডিয়ার পার্কে পাঠানো হবে। স্থানীয় মানুষের দাবি, এই ধরনের বৃহৎ আকারের হরিণ সচরাচর লোকালয়ে আসে না। তবে ছোট ছোট হরিণ মাঝে মধ্যে দেখা যায়। কিন্তু এই রকম হরিণ লোকালয়ে চলে আসায় গ্রামের মানুষও বিস্মিত।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন