October 6, 2025

আর কয়েক দিনের মধ্যে দীঘা থেকে কাঁথি পযন্ত মেরিন ড্রাইভের সুচনা হতে চলেছে, খুশি হাওয়া পর্যটকদের

সোমালিয়া সংবাদ, দীঘা: পর্যটকদের দাবী মতো দীঘাতেও আর কয়েকদিনের মধ্যে মেরিন ড্রাইভ শুরু হতে চলেছে। গোয়া, মুম্বাইয়ে মতো মেরিন ড্রাইভ এবার দীঘাতেও দেখা যাবো। এমনতেই পর্যটকদের স্বার্থে দীঘাতে পরিকাঠামোর বহু উন্নতি করা হয়েছে। টুরিস্টের সংখ্যাও বেড়েছে। জানা গিয়েছে, কয়েক কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে শুরু হয়েছিল সমুদ্রের গা বরাবর রাস্তার কাজ, তৈরী হয়েছে কয়েকটা নতুন ব্রিজ । স্থানীয়দের দাবী, দীঘা থেকে তাজপুর, মন্দারমণি হয়ে কাঁথি সৌকত বরাবর সৌকত সারণি তৈরী হলেও সমুদ্র থেকে অনেক দূরে। তাই কিছু কিছু জায়গা সমুদ্র সৈকত থেকে দুরে হলেও গাড়ি ড্রাইভ করতে মন্দ লাগবে না।উল্লেখ্য রাজ্যের মধ্যে অন্যতম সমুদ্র সৈকত হলো দীঘা। রাজ্যের বহু পযটক প্রথম থেকেই দীঘামুখি হতেন।কিন্তু পরিকাঠামো উন্নয়নের জন্য বারে বারে দাবী উঠছিলো।বাংলায় তৃনমুল ক্ষমতায় আসার পর থেকেই দীঘার উন্নয়ন শুরু হয়।নতুন করে সাজানো হয় দীঘার সৈকতকে। তবে মেরিন ড্রাইভ চালু হলে দীঘার পর্যটকের সংখ্যা আরও বাড়বে।তাই দ্রুত রাস্তার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে কবে চালু হবে মেরিন ড্রাইভ সেই দিকে তাকিয়ে দীঘায় আসা পর্যটকেরা।

Loading