October 6, 2025

গরমের তাপদাহ থেকে বাঁচাতে তৃণমূলের পানীয় জল দান

সোমালিয়া সংবাদ, আরামবাগ: তীব্র গরমে নাজেহাল অবস্থা পথচারী থেকে শুরু করে গাড়িচালকদের। বেলা দশটা বাজতে না বাজতেই বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। কিন্তু বিভিন্ন কাজে বাইরে না বেরোলেও চলছে না সাধারণ মানুষের। আর তাই তাদের কথা ভেবে বৃহস্পতিবার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আরামবাগ বিবেকানন্দ মোড়ে গ্লুকন ডি মিশিয়ে পানীয় জল বিতরণ করা হল। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রাজেশ চৌধুরি, কাউন্সিলর রামপ্রসাদ দোলুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা সমস্ত পথচারী, বাইক চালক, গাড়ি চালক সকলকেই গ্লুকন ডি মেশানো পানীয় জল হাতে তুলে দেন। অন্যদিকে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে পানীয় জল বিতরণ করেন আর এক তৃণমূল কাউন্সিলর হাসান আলি চৌধুরি। তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একইভাবে গ্লুকন ডি মেশানো পানীয় জল তুলে দেন পথচারী থেকে শুরু করে গাড়িচালকদের। এ প্রসঙ্গে হাসান আলি চৌধুরি বলেন, যেভাবে গরমের দাপট বাড়ছে তাতে বাইরে বেরিয়ে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছেন। তাই তাঁরা যাতে কোনভাবে অসুস্থ হয়ে না পড়েন তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলনেতা অভিষেক ব্যানার্জির  আদর্শ অনুসরণ করে আমরা এই পানীয় জল বিতরণ করছি।

Loading