October 5, 2025

ভোররাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল দশ-বারোটি দোকান

সোমালিয়া সংবাদ, খানাকুল: শুক্রবার ভোর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল দশ-বারোটি দোকান। পুড়ে গেছে দোকানে থাকা বিভিন্ন জিনিস, আলু-পেঁয়াজ ও বিভিন্ন সবজি, এমনকি নগদ টাকা পর্যন্ত। এই ঘটনায় একেবারে দিশেহারা হয়ে পড়েছেন ওই দোকানদাররা। ঘটনাটি ঘটেছে খানাকুলের লাঙ্গুলপাড়া বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাজারটি ভোর থেকে রাত্রি নটা-দশটা পর্যন্ত খোলা থাকে। সারাদিন জিনিসপত্র কেনাবেচার পর দোকান বন্ধ করে দোকানদাররা বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার রাতেও একই ঘটনা ঘটেছিল। ভোর রাতে স্থানীয় মানুষরা দেখেন দোকানের একটা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর দাও দাও করে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় মসজিদ থেকে মাইকে করে আগুন লাগার কথা জানানো হয়। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বালতি করে এবং সেচপাম্প বসিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এসে পৌঁছায় দমকল বাহিনীও।  তারপরেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানদার প্রদীপ সিং, সন্ধ্যা রায় প্রমুখরা জানান, এখানের দোকানদাররা আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল। মহাজনদের কাছ থেকে ধারদেনা করে ব্যবসা করেন। জিনিসপত্র বিক্রি হলে তারপর পয়সা দেন। তাই এই সমস্ত দোকান ও জিনিস পুড়ে যাওয়ায় কিভাবে ব্যবসা করবেন তাঁরা বুঝতে পারছেন না। তাঁদের আবেদন সরকার যদি তাঁদের জন্য কিছু সহায়তার ব্যবস্থা করেন তাহলে খুবই ভালো হয়। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, এই দোকানের উপরে ওদের সমস্ত কিছু নির্ভর। ওরা সকলেই অত্যন্ত গরীব মানুষ। ওদের কথা ভেবে আমরাও খুব দুশ্চিন্তায় রয়েছি। প্রশাসন যাতে ওদের পাশে দাঁড়ায় সে ব্যাপারে আমরা আবেদন জানাচ্ছি।

Loading