October 6, 2025

ইউনেস্কোর দেওয়া স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে বাংলার কোনও প্রতিনিধিকে না ডাকায় বিতর্ক রাজ্যজুড়ে

সোমালিয়া সংবাদ, কলকাতা: বাংলার দুর্গাপুজো অথচ আন্তর্জাতিক সংস্থার দেওয়া স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে, বাংলার কোনও প্রতিনিধিকে নাকি আমন্ত্রণ জানানো হয়নি। তাই নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেন্ট্রাল হলে ‘মুক্তি মাতৃকা’ নামে এক অনুষ্ঠান করছে সংস্কৃতি মন্ত্রক। 
বাংলার দুর্গাপুজো’-কে ইউনেস্কোর দেওয়া স্বীকৃতি উদযাপনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুষ্ঠানে ব্রাত্য রাখা হয় বাংলাকেই। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে বাংলাজুড়েই। এমনকী এই নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দুর্গাপুজোর বিশ্বমঞ্চে স্থান পাওয়ার কৃতিত্ব শুধুমাত্র এ রাজ্যের মানুষ ও পুজো কমিটির বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজ দুর্গাপুজোকে কোথায় নিয়ে গিয়েছি আমরা। ১০ বছর ধরে দুর্গাপুজোকে প্রোমোট করতে করতে এবং দুর্গাপুজোর কার্নিভালকে বর্ণাঢ্য করে তুলে ধরে ইউনেস্কো কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে। এটা আমরা চেষ্টা করে করেছি। অন্য কারও কোনও অবদান নেই। অবদান রয়েছে পুজো করে যেসব ক্লাবগুলোর, পুজো কমিটিগুলোর, অবদান রয়েছে সাধারণ মানুষের। সবমিলিয়ে বাংলার কোনও প্রতিনিধিকে না ডাকায় রাজ্যজুড়েই ক্ষোভ দেখা দিয়েছে।

Loading