October 5, 2025

হুগলির রিষড়া থানা এলাকায় মাওবাদী পোস্টার, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত গ্রেফতার

সোমালিয়া সংবাদ, হুগলি: হুগলি জেলার রিষড়ার দাসপাড়ায় মাওবাদী পোস্টার। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত যুবক গ্রেফতার। পুলিশের দাবি, ভয় দেখাতেই নাকি প্রতিবেশীর বাড়ির সামনে মাওবাদীদের নামে পোস্টার দেয় ওই যুবক। এমনটাই নাকি জেরায় জানিয়েছে যুবকটি। এই ঘটনায় চাঞ্চল্য জেলাজুড়ে। অভিযুক্তকে গ্রেফতার করেছে রিষড়া থানার পুলিশ। ধৃতের নাম রাজেন আইচ। পাশাপাশি ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হলে অভিযুক্তকে ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে তাদের ভয় দেখাতেই বাড়ির সামনে মাওবাদীদের নামে পোস্টার লাগানো হয়। সাদা কাগজে লাল রঙে লেখা মাওবাদীর নামে পোস্টার পড়ে। জানা গেছে, এই রকম পোস্টার নাকি চলতি এপ্রিলেও পড়ে। ঘটনার তদন্তে নেমে এলাকায় বেশ কয়েকটি CCTV ক্যামেরা বসায় পুলিশ।  পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছে, জমি সংক্রান্ত বিবাদে ভয় দেখাতেই বাড়ির সামনে পোস্টার দেয় সে। এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বলেন, প্রতিবেশীকে ভয় দেখাতেই পোস্টার। জিজ্ঞাসাবাদ করাতে স্বীকার করেছে ধৃত যুবক। সবমিলিয়ে এই মাওবাদী পোস্টার পড়া নিয়ে সরজমিনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading