October 5, 2025

ব্যবহারকারীদের সুবিধা দিতে হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার

সোমালিয়া ওয়েব নিউজ: বর্তমানে সারা বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। আর ব্যবহারকারীদের সুবিধার্থে এই অ্যাপ নিয়মিত নতুন নতুন ফিচার আনছে। সম্প্রতি সেরকমই কিছু ফিচার এই হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে। আর কিছুদিনের মধ্যে আরও নতুন কিছু ফিচার আসতে চলেছে বলে জানা গেছে। এখন দেখে নেওয়া যাক সেগুলি কি কি—
ইমোজি(Emoji) রিঅ্যাকশন:- নিজের অনুভূতি ব্যক্ত করতে, হোয়াটসঅ্যাপে ইমোজি রিঅ্যাকশন চালু হয়েছে।  বৃহস্পতিবার থেকেই ওই আপডেট হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে পৌঁছতে শুরু করেছে। এর ফলে কোনও মেসেজে রিয়্যাকশন দিতে গেলে ট্যাপ করে রিয়্যাকশন অ্যাড করা যাবে। আপাতত ছটি রিয়্যাকশন অ্যাড করা হয়েছে। আগামীদিনে আরও রিয়্যাকশন যোগ করা হবে বলে জানা গিয়েছে।
মেসেজ ডিলিটে গ্রুপ অ্যাডমিনদের ক্ষমতা:– এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সবার মেসেজ ডিলিট করতে পারবেন। কে সেই মেসেজ ডিলিট করেছেন, এটা গ্রুপের সবাই দেখতে পাবেন। কোনও মেসেজ ডিলিট করে দেওয়ার ক্ষেত্রে ২ ঘণ্টা ১২ মিনিট সময় পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ বিটা ইনফো সূত্রে আরও জানা গিয়েছে, নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের কোনও মেসেজ ডিলিট করার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। নতুন ফিচার আপডেট হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সবার জন্য কোনও মেসেজ ডিলিট করে দেওয়ার ক্ষেত্রে ২ ঘণ্টা ১২ মিনিট সময় পাবেন।
অডিও কলারের সংখ্যা বৃদ্ধি:– হোয়াটসঅ্যাপে গ্রুপ অডিও কলে একসঙ্গে থাকতে পারবেন ৩২ জন। অনেকসময় অফিসের জরুরী আলোচনার জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ অডিও কল ব্যবহার করা হয়। একসঙ্গে অনেক বন্ধু মিলেও নিজেদের ব্যক্তিগত সময়ের বেশ খানিকটা এই গ্রুপ কলে অতিবাহিত করেন। এই ফিচারও নতুন আপডেট। এবার থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ অডিও কলে একসঙ্গে থাকতে পারবেন ৩২ জন। হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট করার ক্ষেত্রেও নতুন ফিচার চালু করা হতে পারে। পাশাপাশি এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাটের মধ্যেই স্টেটাস দেখতে পাবেন। 

ফাইল ট্রান্সফার- এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সর্বাধিক ২০০ এমবি পর্যন্ত মাপের ফাইল ট্রান্সফার করা যেত। কিন্তু, নতুন আপডেটে ২জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করা যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
অডিয়ো নোট:– অডিয়ো নোটের ক্ষেত্রেও বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। আগে, অডিয়ো নোট পাঠানোর ক্ষেত্রে একবারেই রেকর্ড করে পাঠিয়ে দিত হতো। সেক্ষেত্রে পজ অপশন ছিল না। কিন্তু নতুন আপডেটে অডিয়ো নোট রেকর্ডের সময় পজ করার সুযোগ রয়েছে। এতদিন অডিয়ো নোটে কোনও ওয়েভ ফর্ম ব্যবহৃত হত না। তাই অডিয়ো নোট পাঠানো হলে একটা সোজা লাইন দেখা যেত। কিন্তু ওয়েভ ফর্ম চালু হওয়ার ফলে ভয়েস ফর্ম বোঝা সম্ভব হচ্ছে। অডিয়ো নোট পাঠানোর ক্ষেত্রে গ্লোবাল অডিয়ো প্লেয়ার লঞ্চ করা হয়েছে। ফলে চ্যাট উইন্ডো থেকে বেরিয়ে আসার পরেও অডিয়ো নোট চলতে থাকবে।
ইউ আর এল-এর মাধ্যমে প্রোফাইল শেয়ার:– এবার ইউআরএল-এর মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করার সুযোগ মিলবে। এতদিন শুধুমাত্র ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করা যাত। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে সাম্প্রতিক বিটা আপডেটে অ্যানড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার শুরু করতে পারবেন। প্রোফাইল শেয়ার করার নতুন এই বাটন যুক্ত হওয়ার পরে এবার থেকে আপনি নিজের প্রোফাইলের একটি লিঙ্ক তৈরি করতে পারবেন।
এই লিঙ্কে ট্যাপ করে খুব সহজে আপনার সঙ্গে অন্য যে কোন ব্যক্তি হোয়াটসঅ্যাপ চ্যাট শুরু করতে পারবেন।সম্প্রতি নতুন এই ফিচারের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। সেখানে কিভাবে এই ফিচার ব্যবহার করা যাবে তা বিস্তারে জানানো হয়েছে। প্রোফাইল ছবির পাশে এই নতুন এই বাটন দেখতে পাবেন। এই মুহূর্তে প্রোফাইলের জন্য একটি কিউআর কোড তৈরির সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। যা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এর ফলে নিজের ফোন নম্বর শেয়ার না করেই আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন। এখন জেনে নিন কিভাবে এটা করবেন:-
অ্যানড্রয়েড ফোনেস্টেপ ১। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।স্টেপ ২। এবার ডান দিকে উপরে ‘থ্রি-ডট’ মেনু সিলেক্ট করুন।স্টেপ ৩। মেনু থেকে সেটিংস সিলেক্ট করুন।স্টেপ ৪। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন।স্টেপ ৫। এবার শেয়ার আইকনে ট্যাপ করে কিউআর কোড নিজের গ্যালারিতে সেভ করুন।আইফোনে
স্টেপ ১। আইফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।স্টেপ ২। ডান দিকে নীচে সেটিংস অপশন সিলেক্ট করুন।স্টেপ ৩। অ্যাকাউন্ট নামের পাশে কিউআর কোড অপশন বেছে নিন।স্টেপ ৪। শেয়ার আইকনে ট্যাপ করে গ্যালারিতে সেভ করুন।
গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি:- WABetaInfo-এর একটি রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করতে চলেছে। আসন্ন আপডেটে হোয়াটসঅ্যাপ তার গ্রুপ ফিচারে সদস্যদের সীমা বাড়াতে চলেছে।WABetaInfo-এর প্রতিবেদনে অন্তর্ভুক্ত স্ক্রিনশট অনুসারে, এখন আপনি যে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে মোট ৫১২ সদস্য যুক্ত করতে পারবেন।

Loading