সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: তারকেশ্বরে ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে কিনারা করল পুলিশ। বিকাশ দাস নামে এক ছিনতাইকারীকে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ চাঁপাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে দশ দিনের হেফাজত চেয়ে। পুলিশ জানিয়েছে, বিকাশের বাড়ি পাণ্ডুয়া থানার পুরুষোত্তমপুর এলাকায়। ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্ত বিকাশের দাদা মনোজ দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, গত ১৮মে বুধবার দুপুরে হাওড়ার উদয়নারায়ণপুর থেকে স্কুল শিক্ষক শেখ ফাইজুল সরকার চেকের মাধ্যমে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে চার লক্ষ টাকা তুলে তারকেশ্বরের অন্য একটি ব্যাঙ্কে আত্মীয়র একাউন্টে ওই টাকা ট্রান্সফার করতে যাওয়ার পথে চাউলপট্টি রোডের বিপিআর গেট এলাকায় দুজন দুষ্কৃতী বাইকে এসে তাঁদের সঙ্গে থাকা চার লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয়। তাদের পিছু ধাওয়া করলেও নাগালের বাইরে চলে যায় বলে জানান ফাইজুল। এরপর ওইদিন সন্ধ্যায় তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন ফইজুল সরকার। থানায় সিসিটিভি দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেন ফাইজুল। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইয়ের ঘটনার কিনারা করে পুলিশ।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য