সোমালিয়া সংবাদ, গোঘাট: উপস্বাস্থ্যকেন্দ্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেখানে পরিষেবা দেওয়া চলছিল সেখানেই রাখতে হবে। এই দাবিতে গোঘাটের কুমুড়সা গ্রাম পঞ্চায়েতের বাদলা-ছিলামপুর মোড়ে আমরণ অনশনে বসলেন গ্রামবাসীরা। ওই এলাকার বাসিন্দা শাজাহান খান, ইয়াসিন খান, মিতালী সিং প্রমুখরা জানান, এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি উপস্বাস্থ্যকেন্দ্র বের হয়েছিল। প্রথমে সেটি অনেক দূরে কানপুর গ্রামের এক প্রান্তে উদ্বোধন করা হয়। কিন্তু যেহেতু চারটি গ্রামের জন্য এই উপস্বাস্থ্যকেন্দ্র তাই সেটি মাঝামাঝি জায়গায় করার কথা গ্রামবাসীরা বলেন। তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল গ্রামের মানুষ যদি জায়গা দেন তাহলে সেখানেই গড়ে উঠবে। তখন কুমুড়সা গ্রামের দুই চাষি কালীপদ সরকার ও শ্যামাপদ সরকার তাঁদের ২০ লক্ষ টাকা মূল্যের ১৫ শতক জায়গা উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য লিখে দেন। তারপর ওই জয়গাতেই অস্থায়ীভাবে স্বাস্থ্যপরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছিল। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, কোন এক অদৃশ্য কারণে হঠাৎই তা বন্ধ করে দেওয়া হয়। তাঁরা নাকি জানতে পারেন ওই জায়গায় উপস্বাস্থ্যকেন্দ্র হবে না। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, এই জায়গাটি চারটি গ্রামের একেবারে মাঝখানে। পাকা রাস্তার ধারে। চার হাজার মানুষ সুন্দরভাবে পরিষেবা পাবেন। তাহলে কেন তা সরিয়ে নিয়ে যাওয়া হবে। ওই উপস্বাস্থ্যকেন্দ্র যাতে সরিয়ে নিয়ে যাওয়া না হয় সেই দাবি নিয়ে গ্রামবাসীরা বুধবার সকাল থেকে চাষিদের দান করা জমির উপর রীতিমতো তাঁবু খাটিয়ে আমরণ অনশনে বসেন। এই অনশনে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। তাঁদের সাফ কথা, যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে তাঁদেরকে ওই জায়গাটি উপস্বাস্থ্যকেন্দ্র তৈরির ব্যাপারে আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন চলবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি