October 5, 2025

মঙ্গল গ্রহে মিশরের পিরামিডের মতো দরজার হদিশ, চাঞ্চল্য বিশ্বজুড়ে

সোমালিয়া ওয়েব নিউজঃ মিশরের র‍্যামসেস পিরামিডের মতো দরজার খোঁজ মিলেছে মঙ্গলে। এমনটাই জানা যাচ্ছে বিশেষ সূত্রে। সম্প্রতি নাসার কিউরিওসিটি রোভারে যে ছবি ধরা পড়েছে সেখানে দেখা গিয়েছে মঙ্গলের একটি পাহাড়ের গা কেটে যেন দরজার মতো বানানো হয়েছে। বিজ্ঞানীদের একাংশ বলছেন, এই ছবিই প্রমাণ করে এক সময় লালগ্রহে ভিন্‌গ্রহীদের উন্নত সভ্যতা ছিল। এই স্থাপত্যই তার নিদর্শন। পাহাড়ের গায়ে দরজার মতো যে প্রবেশ পথ দেখা যাচ্ছে তা অনেকটা মিশরের র‍্যামসেস পিরামিডের প্রবেশপথের মতো। তবে এই দরজার মাপ অনেকটাই ছোট। এর থেকে বোঝা যায়, মঙ্গলে বসবাসকীরাদের উচ্চতা কেমন ছিল। তিনি বলেন, মঙ্গলে দরজার মতো যে ছবি ধরা পড়েছে তা পুরাতত্ত্ববিদ এবং মহাকাশ বিজ্ঞানীরা খুব একটা গ্রাহ্য করছেন না। তবে ব্রিটিশ ভূ-বিজ্ঞানী নিল হজকিন্স মঙ্গল নিয়ে দীর্ঘ দিন ধরেই গবেষণা করছেন। লাইভ সায়েন্সকে তিনি বলেন, “মঙ্গলে পাহাড়ের গায়ে দরজার মতো প্রবেশদ্বার নিয়ে যে মতামত উঠে আসছে, তার খুব একটা ভিত্তি নেই। আমার মতে, এটি প্রাকৃতিক কারণেই সৃষ্টি হয়েছে। এর সঙ্গে মঙ্গলে সভ্যতার কোনও সম্পর্ক নেই। দরজার মতো যে প্রবেশদ্বার দেখা গিয়েছে। তার উচ্চতাও মাত্র তিন ফুট। সবমিলিয়ে মঙ্গল গ্রহে পিরামিডের মতো দেখতে দরজা ঘিরে উন্মাদনা বিজ্ঞানীদের একাংশের মধ্যে।

Loading