সোমালিয়া সংবাদ, আরামবাগ: রাতের অন্ধকারে জমিতে থাকা লঙ্কা গাছ উপড়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। চাষিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। অভিযুক্তের নাম কর্ণ মালিক। ঘটনাটি ঘটেছে আরামবাগের রায়পুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের সমর মাইতি, প্রভাস মালিক, তাপস ধাড়া প্রমূখ চাষিরা লঙ্কা চাষ করেছিলেন। প্রায় ছ’মাস ধরে লালন পালন করে লঙ্কাগাছ বড় করেছিলেন। শনিবার সকালে দেখেন সেইসব গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। জমির পাশেই পড়েছিল এক জোড়া জুতো। চাষিদের অভিযোগ, গ্রামের বাসিন্দা কর্ণ মালিকই এই কাণ্ড ঘটিয়েছে। কারণ মাঝে মাঝেই সে এধরনের কাজ করে থাকে। তার মাথা বিগড়ে গেলেই এই সব কাজ করে। জমিতে লঙ্কাগাছ উপরে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন সমর মাইতি। তিনি বলেন, তিন কাঠা জমিতে সন্তান নিয়ে গাছগুলোকে বড় করেছিলাম। এভাবে যে ক্ষতি করে দেবে ভাবতে পারিনি। তাপস ধাড়া নামে আর এক চাষি বলেন, একবার দোকানে ভাঙচুর চালিয়েছিল। কিন্তু সকলের অনুরোধে কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সকলেই জানে মাথা বিগড়ে গেলে মাঝে মাঝেই ও এধরণের কান্ড ঘটায়। কিন্তু এবার চাষিদের দীর্ঘদিন ধরে লালন-পালন করে তোলা লঙ্কা গাছ উপড়িয়ে দেওয়া তাঁরা মেনে নিতে পারছেন না। তাই তাঁরা বিষয়টি নিয়ে আরামবাগ থানায় খবর দেন। এরপর পুলিশ পৌঁছে কর্ণ মালিককে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। যদিও কর্ণের পরিবারের লোকের দাবি, সে এই ঘটনা ঘটায়নি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি