সোমালিয়া ওয়েব নিউজ: টলিপাড়ায় উন্মাদনা সুপারস্টার দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। তাঁদের নতুন ছবি ‘কাছের মানুষ’ এই বছরই মুক্তি পেতে চলেছে। এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলার দুই সুপারস্টার দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে ছবির শুটিং, এবং চলতি বছরের পুজোর সময়েই যে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘কাছের মানুষ ‘সে কথা আগেই জানিয়েছিলেন দেব। তবে কবে মুক্তি পাবে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। সূত্র থেকে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে’কাছের মানুষ। তবে এই ছবির সবচেয়ে বড়ো চমক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একই ছবিতে বাংলার সিনেমা জগতের দুই সুপারস্টার। তাঁদের অভিনয় স্বাভাবিকভাবেই বাঙালীর মন জয় করবে।তাই নতুন ছবির মুক্তির আশায় আপামর বাঙালী।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল