October 5, 2025

কামারপুকুর ও গোঘাটে ট্রাফিক সিগন্যাল, খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে

সোমালিয়া সংবাদ, কামারপুকুর: অবশেষে এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে গোঘাটের কামারপুকুর চটি ও বেঙ্গাই মোড়ে ট্রাফিক সিগন্যাল বসতে চলেছে। দ্রুত তার কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোঘাটের বেঙ্গাই মোড়ে কাজ সম্পূর্ণ হলেও কামারপুকুর চটিতে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, গোঘাটের কামারপুকুর চটি এলাকা খুব গুরুত্বপূর্ণ। কেননা এই মোড় দিয়ে একদিকে মেদিনীপুর, অন্যদিকে বাঁকুড়া ও বর্ধমান। আর একদিকে আরামবাগ হয়ে কলকাতা অভিমুখে রাস্তা চলে যাচ্ছে। তাই দীর্ঘ কয়েক বছর ধরেই এই কামারপুকুর মোড়ে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি উঠছিলো। কিন্তু বার বার জানিয়েও লাভ হয়নি। বাম আমল থেকেই এই দাবি ওঠে। অবশেষে তৃণমূল ক্ষমতায় আসার পর নতুন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানকে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়। সেই মতো কামারপুকুরকে সাজানো হয়।অধরা ছিল ট্রাফিক সিগন্যালের। অবশেষে ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। তাঁদের দাবি, কামারপুকুর মোড়ে সিগন্যাল না থাকার কারনে প্রায় বড়ো থেকে ছোট দুর্ঘটনা ঘটে চলে। তাই ট্রাফিক সিগন্যালের খুবই প্রয়োজন। অপরদিকে আরামবাগ-বাঁকুড়া রোডের বেঙ্গাই এলাকায় চার মাথার মোড়ে বসেছে ট্রাফিক সিগন্যাল। এর জেরে দুর্ঘটনা কমার পাশাপাশি অতি সহজেই গাড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে গোঘাটের এই দুই স্থানে ট্রাফিক সিগন্যাল বসায় খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে।

Loading