সোমালিয়া সংবাদ, খানাকুল: বেহাল রাস্তা, ব্যাপক ক্ষোভ খানাকুলের পোল এক নম্বর অঞ্চলে। খানাখন্দে ভরে গেছে রাস্তা। একেবারে বেহাল হয়ে পড়ছে। কিন্তু হেলদোল নেই প্রশাসনের। খানাকুলের কৌঘষা থেকে চকের মোড় পযন্ত রাস্তা বেহাল। পিচের রাস্তা উঠে গিয়ে একেবারে খানাখন্দে ভরে গেছে। ফলে পথচলতি মানুষ থেকে শুরু করে মোটর সাইকেল ও সাইকেল পর্যন্ত যেতে পারছে না। সামান্য বৃষ্টি হলে তো আরও সমস্যায় পড়েন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরেই এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। বার বার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানালেও কাজের কাজের কাজ কিছু হয়নি। চার চাকা গাড়ি গেলেই পথ চলতি মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কেননা কখন পাথর ছুটে এসে আঘাত লাগবে তা কেউ বলতে পারে না। তাই এই বেহাল রাস্তা সংস্কারের দাবি উঠেছে। এই রাস্তার পাশেই রয়েছে হাইস্কুল। এই রাস্তা দিয়ে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে কয়েক হাজার চাষি চলাচল করেন মাঠের ফসল নিয়ে। তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে রাস্তার জন্য। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলা পরিষদ নাকি আরামবাগ মহকুমার বেশ কয়েকটি রাস্তা সংস্কার করবে। তার মধ্যে খানাকুলেও বেশ কয়েকটি রাস্তা রয়েছে। তাই স্থানীয় মানুষও আশায় বুক বাঁধছেন। যদি বর্ষার আগে এই রাস্তা সংস্কার হয় তাহলে বহু মানুষ উপকৃত হবেন। এখন দেখার রাস্তা সংস্কার করতে প্রশাসন কি পদক্ষেপ নেয়। এই বিষয়ে খানাকুল-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক জানান, ওটা জেলা পরিষদের রাস্তা। আমার যতটুকু জানা আছে, রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়ে গেছে। দ্রুত কাজ শুরু হবে।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ