October 5, 2025

ভারতের দ্বিতীয় মহিলা অ্যাম্বুলেন্স চালকের দেখা মিললো, তাঁর কাজকে কুর্নিশ দেশবাসীর

সোমালিয়া ওয়েব নিউজ: মনের জোর থাকলে সবকিছু করা যায়। এই কথাগুলো এখনও বাড়ির বড়োরা বলেন। এটা কতটা বাস্তব তা প্রতি পদে পদে প্রমাণ পাওয়া যায়। সমাজের সমস্ত প্রচলিত ধ্যানধারণা ভেঙে চুরমার করে মাত্র ২২ বছর বয়সে অ্যাম্বুল্যান্সের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন তিনি। ন্যান্সি কাটনোরিয়া। তিনিই হিমাচল প্রদেশের প্রথম মহিলা অ্যাম্বুল্যান্স চালক। সারা ভারতে দ্বিতীয়। হিমাচল প্রদেশের হামিরপুরের বাসিন্দা ন্যান্সি নুরপুর সিভিল হাসপাতালের অ্যাম্বুল্যান্স পরিষেবাতে যোগ দেন। হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের স্কুলে গাড়ি চালানোর প্রশিক্ষণ পান তিনি। হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতে পেরে তাঁর অনেক দিনের ইচ্ছেপূরণ হয়েছিল বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ন্যান্সি। ন্যান্সি যে অ্যাম্বুলেন্স চালান, তা মূলত মহিলা, শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এবং পুলিশের জন্য ২৪ ঘণ্টা জরুরি পরিষেবা প্রদান করে। খুব অল্প বয়স থেকেই ন্যান্সির গাড়ি চালানোর শখ। সপ্তম শ্রেণিতে পড়াশোনা করার সময়ই মোটরবাইক চালিয়ে ন্যান্সি সবাইকে চমকে দেন। সবমিলিয়ে তাঁর এই কাজকে সাধুবাদ জানায় দেশের মানুষ।

Loading