সোমালিয়া ওয়েব নিউজ: অভিনেত্রী মনামী ঘোষের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাই অনুরাগীদের মধ্যে মনামীকে নিয়ে নতুন করে উন্মাদনা। প্রথমবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মনামী ঘোষ। শুধু কী তাই, প্রযোজক হিসেবেও হাত পাকাতে চলেছেন মনামী। নতুন মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে তাঁরই প্রযোজনা সংস্থা থেকে। জুলাই মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘ভিটামিন এম’। নতুন এই মিউজিক ভিডিওতে নাচের সঙ্গে সঙ্গে গান গাইতেও শোনা যাবে মনামীকে। র্অভিনেত্রী জানান, এই মিউজক ভিডিওটার পরিকল্পনা ছিল ২০২১ সালের শেষের দিক থেকে। ফেব্রুয়ারি মাস নাগাদ গানটা রেকর্ড করা হয়। এপ্রিল মাসে ভিডিও শ্যুটিংটা শেষ হয়। মিউজিক ভিডিওটা মে মাসে মুক্তি কথা ছিল। কিন্তু মে মাসে ‘বেলাশুরু’-র মুক্তির কথা ছিল। দুটো কাজ যাতে একসঙ্গে না মুক্তি পায় সেজন্য আমরা মিউজিক ভিডিওর মুক্তি পিছিয়ে দিই। আমার দুটো অংশ ছিল, গান আর নাচ। আমি গানটা নিয়ে একটু উদ্বেগে ছিলাম। কারণ আমার জীবনের প্রথম গান। ভেবেছিলাম পারব তো? কিন্তু খুব অদ্ভুতভাবে গানটা খুব সহজেই হয়ে গেল। তবে হ্যাঁ, অনুশীলন করতে হয়েছিল খুব। কিন্তু আমি ভেবেছিলাম মিউজিক ভিডিও রেকর্ডিংটা খুব সহজ হবে। কিন্তু সম্পূর্ণ উল্টো হল। ওই ভিডিওটা নিয়ে আমাদের খুব খাটতে হয়েছে।’
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল