October 5, 2025

চোরাই সোনা কেনার অভিযোগে ওড়িশা পুলিশের হাতে আটক আরামবাগের জুয়েলারি ব্যবসায়ী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: চোরাই সোনা কেনার অভিযোগে আরামবাগের এক জুয়েলারি ব্যবসায়ীকে আটক করল ওড়িশা পুলিশ। বৃহস্পতিবার তারা আরামবাগ থানার পুলিশের সহযোগিতায় আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ধৃতের নাম বাবুসোনা দত্ত। পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রূপম চক্রবর্তী নামে এক যুবক ওড়িশার বহরমপুর এলাকায় একটি সোনার দোকানে কাজ করত। অভিযোগ, মাসখানেক আগে সে ওই দোকান থেকে ১০৯ গ্রাম সোনা নিয়ে চলে আসে। এরপরই দোকান মালিক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্তে নেমে ওড়িশা পুলিশ দাসপুর থেকে রূপম চক্রবর্তীকে গ্রেপ্তার করে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় জানতে পারে রূপম প্রায় ৩০ গ্রাম সোনা বাবুসোনাকে বিক্রি করেছে। এরপরই পুলিশ রূপমকে সঙ্গে নিয়ে এদিন বাবুসোনার দোকানে হানা দেয়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পরে সে ওই সোনা কেনার কথা স্বীকার করে। যদিও তার দাবি, সে ২১ গ্রাম সোনা কিনেছিল। এরপরই পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

Loading