October 5, 2025

খানাকুলে সংগঠনকে শক্ত করছে বিজেপি

সোমালিয়া সংবাদ, খানাকুল: আরামবাগ মহকুমার রাজনীতিতে চারটি বিধানসভা এলাকার মধ্যে খানাকুলে সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে বিজেপি। এমনকি শাসক দল তৃণমূলের থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে বলে দাবি বিজেপি নেতাকর্মীদের একাংশের। আর এক্ষেত্রে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলের যুব সমাজ দ্রুত সংগঠনকে এগিয়ে নিয়ে চলেছে বলে  মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। কারন হিসাবে তাঁদের দাবি, তৃণমূল সরকার গড়লেও খানাকুলে বিজেপি জিতেছে। যুব সমাজ বিজেপির যুব বিধায়ক সুশান্ত ঘোষকে তাঁদের যোগ্য নেতা হিসাবে গ্রহণ করেছে। তাছাড়া ভৌগোলিক দিক থেকে নদী দিয়ে ঘেরা খানাকুলের মানুষের একাংশের কাছে বিজেপি গ্রহণযোগ্য দল হয়ে উঠেছে। তাঁদের দাবি, সরকারে না থেকেও বিজেপি বিধায়ক খানাকুলের দুর্গত মানুষের জন্য রাজ্য বিধানসভায় কথা বলছেন, তাঁদের সমস্যার কথা তুলে ধরছেন।সম্প্রতি খানাকুলের অরোরা খালের উপর কংক্রিটের সেতু তৈরির জন্য বিধানসভায় আওয়াজ তোলেন একজন জনপ্রতিনিধি হিসাবে।তাছাড়া বিজেপির বিভিন্ন দলীয় কর্মসূচিগুলি খানাকুলের মানুষের কাছে তুলে ধরেন তিনি। মোদী সরকারের ৮বছরের শাসন উপলক্ষ্যে খানাকুল বিধানসভায় বিকাশ তীর্থ বাইক যাত্রাও করে বিজেপি। গড়েরঘাট বাসস্ট্যান্ড থেকে রামনগর পর্যন্ত  বিরাট বাইক মিছিলটি হয়। এই মিছিল শেষে একটি পথসভা করে বিজেপি নেতৃত্ব। তবে গোঘাট, পুরশুড়া ও আরামবাগ বিধানসভায় বিজেপি  সেভাবে সংগঠন সাজাতে পারেনি। বিজেপিরই বিক্ষুব্ধ গোষ্ঠীর একাংশের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিজেপি নেতৃত্ব জনবিছিন্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষ বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমনকি এমনটাই দাবি করছেন এলাকার নিচুতলার বিজেপি কর্মীরাও। সেই তুলনায় আরামবাগের চারটি বিধানসভার মধ্যে খানাকুলে বিজেপির ভিত ক্রমশ শক্তিশালি হচ্ছে বলে মনে করছেন এলাকার মানুষ। আর এক্ষেত্রে খানাকুল দুই ব্লকের তৃণমূল নেতৃত্বের মধ্যে দীর্ঘদিনের ঠান্ডা লড়াই অনেকটাই বিজেপির সেই কাজকে সহজ করে দিচ্ছে কোন সন্দেহ নেই।

Loading