সোমালিয়া সংবাদ, আরামবাগ: গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে। আকাশে মেঘ দেখলেই আতঙ্ক নেমে আসছে সাধারণ মানুষের মধ্যে। প্রাণ হাতে করে বাইরে বের হতে হচ্ছে। অথচ জীবন জীবিকার টানে বাইরে বের না হলেও চলবে না। আর তাই প্রতি পদে পদে মৃত্যুর হাতছানি। রবিবার বিকেলে একই ঘটনা ঘটল আরামবাগের ডিহিবাগনানের মীরপাড়া এলাকায়। জানা গেছে, বাড়ি থেকে কিছুটা দূরে পাঁচ বছরের রনিতা পন্ডিত তার মামাতো দিদি ১৪ বছরের মৌমিতা প্রামাণিকের সঙ্গে খেলাধুলা করছিল। মৌমিতার বাড়ি আরামবাগের কেশবপুরে এলাকায়। সে মামাবাড়ি ডিহিবাগনানেই থাকতো। যখন বজ্রপাত শুরু হয় তখন তারা বাড়ি ফেরার জন্য দৌড় লাগিয়েছিল। কিন্তু তার আগেই বজ্রপাত ঘটে যায়। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দু’জন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের ফকিরপাড়া এলাকাতেও বজ্রপাতে মৃত্যু হয় ধনঞ্জয় মন্ডল নামে এক ব্যক্তির। তিনি যখন মাঠে গিয়েছিলেন তখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। তখন হঠাৎই বাজ পড়ে। দীর্ঘক্ষন কেটে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোক মাঠে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন ধনঞ্জয়। তাই যেভাবে বজ্রপাত বেড়ে চলেছে এ ব্যাপারে সাধারণ মানুষকে যথেষ্ট সচেতন হতে হবে। মেঘ ধরলেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। ফাঁকা জায়গায় বা গাছতলায় থাকা চলবে না। প্রশাসনের পক্ষ থেকেও এ ব্যাপারে সচেতনতা প্রচারের প্রয়োজন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি