October 6, 2025

উচ্চমাধ্যমিকে মেধাবী আদিবাসী ছাত্রীর উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মালদার জেলাশাসক নিতীন সিংঘানিয়া

সোমালিয়া সংবাদ, মালদা: মালদার হরিশ্চন্দ্রপুর থানার বরোল গ্রামের কৃতী ছাত্রী ভারতী মুর্মু ও তার পরিবারের সঙ্গে মালদার জেলাশাসক নিতীন সিংঘানিয়া সঙ্গে দেখা করেন। উচ্চ মাধ্যমিকে কৃতী ওই ছাত্রীর সঙ্গে এদিন এসেছিলেন মালদা আদিবাসী সেলের তৃণমূল নেতা চুনিয়া মুর্মু সহ অন্যান্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বরোল গ্রামের ছাত্রী ভারতী মুর্মু এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৫ নম্বর পেয়েছে। দুঃস্থ পরিবারের ওই ছাত্রী দৌলতপুর হাইস্কুলে পাঠরত। পরিবারে তার বাবা বিনয় মুর্মু পেশায় দিনমজুর। বিনয়বাবুর পরিবারে তিন ছেলেমেয়ে এবং স্ত্রী রয়েছে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভারতী মুর্মু কলা বিভাগ থেকে পরীক্ষা দিয়ে মোট ৪৭৫ নম্বর পেয়েছে। বাংলায় পেয়েছে ৯৭, ইংরেজিতে ৯৯, ভূগোলে ৯৪, ইতিহাসে ৯৩ এবং দর্শনশাস্ত্রে পেয়েছে ৯২। জেলাশাসক ভারতী মুর্মুর ভবিষ্যতে উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। সবমিলিয়ে জেলা শাসকের এই মানবিক কাজের প্রশংসা করেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

Loading