October 6, 2025

রাজ্য সড়কের ধারে পড়ে থাকা ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত পুলিশের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: পথ দুর্ঘটনা এড়াতে সারা বছর ধরে বিভিন্ন থানার উদ্যোগে চলছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি। পথ নিরাপত্তা সপ্তাহ ছাড়াও নিয়মিত বিভিন্ন থানার পক্ষ থেকে চলছে সচেতনতা প্রচার। তাই আগের থেকে এখন সাধারণ মানুষ অনেক সচেতন। কিন্তু কিছু ব্যক্তি ও ব্যবসায়ী বিভিন্ন রাস্তার ধারে ইমারতি ফেলে রাখছে। যার ফলে মাঝেমাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। আরামবাগ মহকুমার বিভিন্ন রাস্তাতেই এই ছবি দেখা যাচ্ছে। তাই এ ব্যাপারে আরামবাগ থানার পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করল। আরামবাগ পুরসভা ও আরামবাগ থানার উদ্যোগে বেশ কিছুদিন ধরেই মাইকিং করে এলাকায় ঘোষণা করা হয়, রাস্তার দু’দিকে ইমারতি দ্রব্য ফেলে রাখা যাবে না। কারণ এর ফলে রাস্তার পরিধি সংকীর্ণ হয়ে যাচ্ছে। দুটি গাড়ি পাশ দিতে অসুবিধা হচ্ছে। একই সময় পাশ দিয়ে যাওয়া পথচারী বা অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু তারপরেও এব্যাপারে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যবসায়ীর মধ্যে। আর তাই মঙ্গলবার আরামবাগ থানার পুলিশ আরামবাগ শহরের উপর দিয়ে যাওয়া দু’নম্বর রাজ্য সড়কের দু’ধারে পড়ে থাকা ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেল। এই ঘটনাকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন ওই সমস্ত এলাকার মানুষজন এবং পথচারীরা। এ ব্যাপারে আরামবাগ তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজা খান, শেখ সোহেল প্রমুখরা বলেন, সাধারণ মানুষের স্বার্থে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর জন্য আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ ও আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডলকে অসংখ্য ধন্যবাদ। তাঁরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করায় সাধারণ মানুষ দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। অন্যান্য থানাও যদি এরকম কড়া পদক্ষেপ গ্রহণ করে তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন।

Loading