October 6, 2025

আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতলেন মালদার ছেলে সন্দীপ রাজবংশী

সোমালিয়া সংবাদ, মালদা: মালদা জেলার মুখ উজ্জ্বল করলেন সন্দীপ রাজবংশী। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় ৮০ কেজি বিভাগে সোনা জিতে সাফল্য অর্জন করলেন পুরাতন মালদার ছেলে সন্দীপ রাজবংশী। ২৮ বছর বয়সী সন্দীপ রাজবংশী এবারে আন্তর্জাতিক বডি বিল্ডিং পেশাদারী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন। তাঁর লক্ষ্য রয়েছে অলিম্পিকে অংশগ্রহণ করার। এবার ৮০ কেজি বিভাগে সবাইকে পিছনে ফেলে সোনা জিতে নেন মালদার সন্দীপ রাজবংশী। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগহণ করেছিলেন। তারমধ্যে সন্দীপ রাজবংশীর এমন ফলাফলে গর্বিত মালদার বিভিন্ন মহল।দিল্লি থেকে মালদায় ফিরেছেন সফল প্রতিযোগী সন্দীপ রাজবংশী। তিনি বলেন, আন্তর্জাতিক শেরু ক্লাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে আমি সোনা জয় করেছি। বাংলার নাম উজ্জ্বল করেছি। এই প্রতিযোগিতায় কোরিয়া, ইরান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা এসেছিলেন। আমার দীর্ঘদিনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্তরে অলিম্পিয়ান প্রতিযোগিতায় অংশ করা। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতায় সফল হওয়ার পর এখন ছাড়পত্র পেয়েছি। সবমিলিয়ে তাঁর সাফল্যে খুশি জেলাবাসী।

Loading