October 6, 2025

প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলার জন্য গুসকরা পুরসভার তৎপরতা

সোমালিয়া সংবাদ, বর্ধমান: সরকারি নির্দেশ মেনে পয়লা জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে। শুধু মৌখিক নিষেধ বা নির্দেশ নয়, ক্রেতা-বিক্রেতা উভয়ের জরিমানার ব্যবস্থাও করা আছে। জনগণকে সচেতন করার লক্ষ্যে জোরকদমে কাজ করে চলেছে গুসকরা পুরসভা। সভ্যতার নামাবলী গায়ে চাপিয়ে যত আমরা আধুনিকতার বুলি আউড়াচ্ছি তত আমরা পরিবেশের ক্ষতি করে চলেছি। নিত্য বাজার করতে যাওয়ার সময় বাড়ি থেকে ব্যাগ না নিয়ে যাওয়াটা হয়ে উঠেছে ফ্যাশন। ভাবখানা দোকানদার প্লাস্টিকের ব্যাগে মাল দিয়ে দেবে। প্লাস্টিক ব্যাগের ব্যবহার যত বাড়তে শুরু করল তত সেটা পাতলা হতে হতে ৭৫ মাইক্রনের নীচে নেমে গ্যাছে। একইসঙ্গে মানব সভ্যতার অস্তিত্বকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে। তাই মানব সভ্যতাকে বাঁচাতে ও এলাকার মানুষকে সুস্থ্য রাখতে গুসকরা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Loading