October 5, 2025

নদীয়ায় নবজাত দুধের শিশুকে দরজায় তালাবন্ধ করে পালিয়ে গেলেন মা

সোমালিয়া সংবাদ, নদীয়া: তিন দিনের ছোট্ট একরত্তি ফুটফুটে দুধের শিশু সকাল থেকে দুপুর পর্যন্ত কেঁদে চলেছে , হাই স্পীড ফ্যানের আওয়াজ, পাশাপাশি ঘরে নানান কোলাহলে তা খেয়াল করেননি কেউ। ঘরের দরজায় বাইরে থেকে তালা বন্ধ ১০ ঘন্টা যাবৎ। চরম অমানবিক নির্মম ঘটনাটি ঘটেছে শান্তিপুর যৌনপল্লীতে। উত্তর ২৪ পরগনার থেকে আগত নাজমা খাতুন, যৌনপল্লীর যৌনকর্মী।
এলাকা সূত্রে জানা যায়, অতীতেও তাঁর দুটি ছেলেকে, নাবালক অবস্থায় বোম্বে-দিল্লিতে কাজে পাঠিয়েছেন রোজগারের উদ্দেশ্যে, বাকি দুজনকেও অর্থের বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। এবারে সদ্যজাত তিনদিনের শিশু কন্যা তালা বন্ধ অবস্থায় রেখে পালিয়ে যাওয়ারর কারণ হিসাবে কন্যা সন্তান জন্মানোর কারণ দেখছেন প্রতিবেশীরা।
প্রতিবেশী যৌনকর্মীরাই নবজাতককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান মেডিকেল চেকআপের জন্য। এরপর ওই শিশুর মায়ের সাথে যোগাযোগ করা হলে, প্রাথমিক ভাবে আসার কথা জানালেও পরবর্তীকালে মোবাইলের সুইচ অফ করে দেন। যৌনকর্মীরা শান্তিপুর থানার শরণাপন্ন হন।

Loading