সোমালিয়া সংবাদ, গোঘাট: অনেক সময় দেখা যায় সোনা-রুপোর বা অন্য কোন মূল্যবান ধাতুর মূর্তি চুরি হয়ে যায়। কখনও বা রাজনৈতিক উদ্দেশ্যে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। কিন্তু এবার চুরি হয়ে গেল বাংলার বীরসন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর চশমা। এই নিয়ে এলাকায় তীব্র শোরগোল পড়ে গেছে। পাশাপাশি ক্ষুব্ধ এলাকার মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগ- কামারপুকুর ৭ নম্বর রাজ্য সড়কের ধারে গোঘাটের বলরামপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাড়ে তিন বছর আগে স্থানীয় মানুষজন নিজেদের উদ্যোগে রাস্তার ধারে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি বসিয়েছিলেন। সেই মূর্তিতেই শোভা পেতো চশমাটি। কিন্তু সোমবার সকালে হঠাৎই দেখা যায় কে বা কারা চশমাটি খুলে নিয়ে চলে গেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সন্দীপ সাঁতরা নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এবারই প্রথম নয়, এর আগেও দু- তিনবার দুষ্কৃতীরা চশমা নিয়ে পালিয়েছে। আমরা স্থানীয় মানুষ আবার চশমা কিনে পরিয়ে দিয়েছি। আমরা চাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাতে ওই এলাকায় পাহারার ব্যবস্থা করা হোক। পাশাপাশি এই ঘটনার একটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত। স্থানীয় মানুষ আরও জানান, রাতে এলাকাটি অন্ধকারে ডুবে থাকে। আর তারই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাচ্ছে। তবে স্থানীয় আর এক দোকানদার অচিন্ত্য দে বলেন, হয়তো কেউ বদমায়েশি করে নিয়ে গেছে অথবা অনভিজ্ঞতার কারণে নিয়ে গেছে। কারণ চশমাটি নিয়ে গিয়ে তার তেমন কোন লাভ হবে না। ওটা কোন মূল্যবান বস্তু নয়। তাছাড়া চশমার ক্ষেত্রে পাওয়ারেরও একটা ব্যাপার রয়েছে। তবে যেই এই কাজ করে থাকুক জিনিসটা খুব বাজে করেছে। এলাকারই আর এক বাসিন্দা শেখ মোজাফফর হোসেন বলেন, মাঝে মাঝে দেখি নেতাজির চোখে চশমা নেই, আবার কিছুদিন পর স্থানীয় বাসিন্দারাই চশমা পরিয়ে দেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি