October 5, 2025

আবার ছুটছেন বিধায়ক মধুসূদন

সোমালিয়া সংবাদ, আরামবাগ: বিধায়ক এবার সক্রিয় হচ্ছেন! আরামবাগবাসীর একাংশের অভিযোগ ছিল, ২০২১ সালের বিধানসভা ভোটের  ফলাফলের পর থেকে আরামবাগের বিধায়ক নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন।  শাসকদলের দাপটে নাকি এক প্রকার  ঘরবন্দী হয়ে পড়েন তিনি। বিজেপি কর্মীদের পাশে থাকতেও দেখা যায়নি বলে একসময় অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মীর দাবি, করোনার দোহাই দিয়ে আরামবাগ  বিধায়ক মধুসূদন বাগ কর্মীদের জলে নামিয়ে আরামবাগ শহরে বন্দী হয়েছিলেন। তিনি বিজেপির ভাল সময়ে  রাস্তায় নামেন, বাকি সময়গুলিতে থাকেন নিষ্ক্রিয় বলেও অভিযোগ করেন ওই বিজেপি কর্মী।তবে অভিযোগ যাই থাকুক না কেন, ২০২৩ সালের পঞ্চায়েত ভোট ও ২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং কিভাবে তার সমাধান করা যাবে তা নিয়ে আলোচনা করছেন।সরকারে না থাকার জন্য তিনি বিধায়ক হিসাবে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা থেকে শুরু করে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি জানাচ্ছেন। যদিও তাঁর এই দলীয় কর্মসূচিকে তৃণমূল নেতৃত্ব কটাক্ষের সুরে জানিয়েছে, বিজেপিকে বাংলার জনগন  ছুঁড়ে ফেলে দিয়েছে। ২০২ ১ সালের বিধানসভা ভোটে আরামবাগের মানুষ যে ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিল তা পৌরসভার নির্বাচনে সংশোধন করে নিয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোট এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও বিজেপিকে তৃণমূল পরাজিত করবে। আরামবাগের নিষ্ক্রিয় বিধায়ক কয়েকজন অসামাজিক লোককে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। উনি কোনও দিনই সক্রিয় হবে না। উনি আরামবাগের নিষ্ক্রিয় বিধায়ক। তবে শাসক দলের নেতারা যাই বলুক না কেন, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ নতুন উদ্যম নিয়ে সক্রিয় হচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। আর এর ফলে দলীয় কর্মীদের মধ্যেও নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। এখন দেখা যাক আগামী নির্বাচনগুলিতে বিধায়ক মধুসূদন বাগ কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারেন।

Loading