October 6, 2025

সরকারি প্রকল্পের কাজ দেখতে প্রতিনিধি দল

সোমালিয়া সংবাদ, খানাকুল: সরকারি প্রকল্পের গতি দেখতে পঞ্চায়েত এলাকায় প্রশাসনিক আধিকারিকরা। স্বয়ং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি প্রশাসনিক প্রতিনিধিদল খানাকুলের ঘোষপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করে। পরিষেবা পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ-খবর নেন। জানা গিয়েছে, আরামবাগ মহকুমা প্রশাসনের অন্যতম  ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দলটি খানাকুলের ঘোষপুর অঞ্চল পরিদর্শন করে। সরকারি প্রকল্পের কাজ কতটা বাস্তবায়িত হয়েছে, এলাকার মানুষ সরকারি পরিষেবা পাচ্ছে কিনা, কিভাবে কাজ করছে পঞ্চায়েত, সমস্ত বিষয়  খতিয়ে দেখেন তিনি। সরকারি অর্থ সঠিক ভাবে কাজে লেগেছে কিনা তাও খতিয়ে দেখেন। ছাত্র- ছাত্রীরা মিড মিলের খাবার পাচ্ছে কিনা সেই বিষয়ে বিশেষ নজর দেন সরকারি প্রতিনিধি দলটি। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রশাসনিক ভিজিটের বেশ কয়েক দিন আগে রাজ্য সরকারের  বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষকবন্ধু, স্বাস্থ্য সাথী ও অন্যান্য আরও ৬৪টি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার জন্য পাড়ায় পাড়ায় প্রচারগাড়ির মাধ্যমে প্রচার করেন ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলি ও পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা। তারপরই ঘোষপুর অঞ্চলে প্রশাসনিক ভিজিট খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এই বিষয়ে ঘোষপুর অঞ্চলের প্রধান সেখ হায়দার আলি বলেন, আরামবাগ মহকুমার ম্যাজিস্ট্রেটের  নেতৃত্বে খানাকুল এক নম্বর ব্লকের ঘোষপুর  গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনমুখী প্রকল্প  যেমন বাংলার আবাস যোজনা, বিধবা ভাতা , বার্ধক্য ভাতা, মানবিক ভাতা,  মিড ডে মিল, রেশন দোকানে খাদ্য সামগ্রী প্রদান সহ  বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। আমরা পূর্ণ সহযোগিতা করি। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট  মৃত্যুঞ্জয় ঘোষ , জয়েন বিডিও  জয়দেব মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলি ও অন্যান্য আধিকারিক বৃন্দ। 

Loading