October 6, 2025

টলিউড অভিনেতা দীপঙ্কর দে-র জন্মদিনে দোলন রায় অন্যরূপে

সোমালিয়া ওয়েব নিউজ: ৫ জুলাই, জন্মদিনের দিন দীপঙ্কর-দোলন রায়ের রসায়ন আরও একবার প্রকাশ্যে। স্বামীর জন্মদিন। দীপঙ্কর দে-র এই বছর ৭৮তম জন্মদিন। প্রেমে মাখামাখি একটি বার্তা দোলন সকাল সকাল লিখে পাঠিয়েছেন। সেই বার্তা আরও রঙিন নানা বয়সের, নানা সময়ের ছবির কোলাজে। টলিউডের ‘টিটো’দাকে তাঁর জীবনসঙ্গিনী লিখেছেন, ‘জীবন মানে অনেক আঁধার একটুখানি আলো, সেই আলোতেই হৃদয় ভরুক মুহূর্ত কাটুক ভাল, বছর বছর ফিরে আসুক তোমার জন্মদিন….! যদিও দোলন রায়ের স্যুটিং আছে বলে কিছু ঘন্টার জন্য স্বামীকে ছেড়ে যেতে হবে এই বিশেষ দিনে। তাতে করে দীপঙ্করের কোনও আপত্তি নেই বলে জানা গেছে। জন্মদিনের সকাল একসঙ্গে কাটানোর পরিকল্পনা মাঠে মারা গেলেও আগের রাত থেকেই কি তা হলে উল্লাস শুরু করেছে ? দোলনের দাবি, ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি এবং জন্মদিনের আনন্দ শুরু হয়ে গিয়েছে।

Loading