সোমালিয়া সংবাদ, পুরশুড়া: শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দূষণমুক্ত সমাজ গড়তে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে সাইকেলে করে লাদাখ রওনা দিলেন পুরশুড়ার রসুলপুর গ্রামের প্রতিবন্ধী যুবক উজ্জ্বল ঘোষ। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে রবিবার তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। পুড়শুড়া থানা চত্বরে তার এই যাত্রার সূচনা করেন পুরশুড়া থানার ওসি আশরফ আলি মোল্লা। এদিন সূচনা লগ্নে উজ্জলের সঙ্গে ছিলেন আর এক পরিবেশপ্রেমী অরুনাভ ভৌমিক। তিনি উজ্জ্বলকে এগিয়ে দেওয়ার জন্য ঝাড়খন্ড সীমান্ত পর্যন্ত যাবেন। উজ্জ্বল জানান, লাদাখে পৌঁছাতে মোটামুটি ৪৫ দিন সময় লাগবে। এর জন্য খরচ হবে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। যদিও সেই টাকার অর্ধেকও এখনও জোগাড় হয়নি। অনেকেই অনলাইনে তাঁকে টাকা পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আশাতেই তিনি বেরিয়ে পড়েছেন। উজ্জ্বল ফিজিক্যাল এডুকেশনে গ্রাজুয়েশন করেছেন। গৃহশিক্ষকতা করে সংসারের কাজে বৃদ্ধ বাবা-মাকে সাহায্য করেন। জন্ম থেকেই তাঁর ডান হাতটা অকেজো। কিন্তু ছেলেবেলা থেকেই তিনি নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে সমাজের জন্য কাজ করতে এগিয়ে এসেছেন। গত প্রায় ন’বছর ধরে কখনও পথ নিরাপত্তা, কখনও বৃক্ষরোপণ, আবার কখনও প্লাস্টিক মুক্ত দেশ গড়তে গ্রামে গ্রামে সচেতনতার প্রচারে বেরিয়ে পড়েন। ইতিমধ্যেই দার্জিলিং, পেট্রাপোল সীমান্ত, বাঁকুড়া, দিঘা ইত্যাদি বিভিন্ন জায়গায় সাইকেলে চড়ে বন্ধুদের নিয়ে এ ধরনের প্রচার করে এসেছেন। বাংলাদেশে গিয়েও প্রচার করে এসেছেন। সাইকেলের সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট পথসভা করে উজ্জ্বল গ্রামবাসীদের বোঝান। কিভাবে সমাজকে পরিবেশকে সুন্দর সবুজ করে রাখা যায় তার বার্তা দেন। সারা বছরই উজ্জ্বল এলাকার অন্যান্য মানুষদের সঙ্গে নিয়ে এই কাজ করে থাকেন। কখনও তাঁর সঙ্গে দেখা যায় বেশি বয়সী মানুষদের, আবার কখনও তাঁর পাশে থাকে ছোট ছোট বাচ্চারাও। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সঙ্গেও হাতে হাত লাগিয়ে তিনি বৃক্ষরোপণ করে থাকেন। সাপ সহ অন্য জন্তুদের বাঁচাতেও আদিবাসী এলাকায় প্রচার করে থাকেন। এবারও তিনি নিজের সঙ্গে বিভিন্ন ধরনের ফল ও অন্যান্য গাছের বীজ নিয়েছেন। সবুজায়নের জন্য যাওয়ার পথে উপযুক্ত জায়গায় সেই সমস্ত বীজ ছড়িয়ে দেবেন। উজ্জ্বল বলেন, যেভাবে প্রতিনিয়ত আমাদের পরিবেশ দূষিত হচ্ছে তাতে এর থেকে মুক্তির একমাত্র উপায় সবুজায়ন। আর তাই নিয়ম করে প্রত্যেকেরই বৃক্ষরোপনের প্রয়োজন আছে। তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি প্রত্যেকের প্রয়োজন নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি